image_50443.siraসিরাজগঞ্জের বীরঙ্গনামাতা জোসনা বেওয়া (৬৫) রবিবার দুপুর ২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি তাঁর একমাত্র বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে রেখে গেছেন। বাদ আসর পিটিআই মাঠে জানাজা শেষে লাশ মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়।
সিরাজগঞ্জ পৌর এলাকার কোল গয়লা গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জোসনা বেওয়া মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালীন মুক্তিযোদ্ধাদের খাদ্য তৈরি, অস্ত্র বহনসহ বিভিন্নভাবে সহায়তা করতেন। এরই একসময় সদর উপজেলার বাগবাটি গ্রাম থেকে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে জোড়পূর্বক ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে। স্বাধীনতার পর তিনি ছাড়া পেলেও জীবন সংগ্রামে তিনি স্বাধীনতা পাননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জীবনযুদ্ধে সংগ্রাম চালিয়ে অপরের বাসায় থেকে কোনো রকম জীবন যাপন করে আসছিলেন।