du-strike-laptist_68171ঢাকা, ১১ ফেব্রুয়ারি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো। মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগেই তালা ঝুলয়ে ধর্মঘট শুরু করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের টিউশন ও বর্ধিত ফিসহ অতিরিক্তি টাকা নেয়ার প্রতিবাদে তারা অবস্থান ধর্মঘটের ডাক দেয়। এসময় তারা কয়েক দফায় মিছিল শেষে কলা ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে চালু হওয়া নতুন এই বিভাগে অন্যান্য বিভাগের তুলনায় তিনগুনেরও বেশি ‘টিউশন ফি’ নেয়া হচ্ছে। একই অনুষদের অন্যান্য বিভাগে স্নাতক পর্যায়ে পড়ালেখার জন্য যেখানে চার বছরে ৩০ থেকে ৪০ হাজার টাকা লাগে, সেখানে নতুন এই বিভাগে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে মোট এক লাখ ৩৭ হাজার টাকা।