নাটোর সদর, গুরুদাসপুর ও সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে প্রার্থী হওয়ায় নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতিসহ বিএনপির তিন ও আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়ে। বিএনপি ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলা বিএনপির  সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম নাটোর সদর উপজেলায় দলীয় প্রার্থী সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপির সকল সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য কেন্দ্রে চিঠি পাঠিয়েছে জেলা বিএনপি। গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক তালুকদার ও সহ-সাংগঠনিক সম্পাদক দল মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী আযমকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এছাড়া আরো দুই নেতাকে শো-কর্জ করা হয়েছে। গুরুদাসপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় চেয়ারম্যান পদে আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান পদে আলী আযম, মহিলা ভাইস পদে রোখসানা আক্তার লিপিকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। কিন্তু উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক তালুকদার দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে দলীয়ভাবে তাকে মনোনয়ন প্রত্যাহারের জন্য বারবার চাপ দেয়া সত্ত্বেও মঙ্গলবার প্রত্যাহারের শেষ দিনেও প্রত্যাহার না করায় তাকে বহিষ্কার করা হয়। এদিকে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের বিরুদ্ধে প্রকাশ্যে প্রচারণা চালানোর অভিযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী আযমকে বহিষ্কার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র আমজাদ হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম নজুকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না মর্মে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারী করা হয়েছে। বহিষ্কৃত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক তালুকদার ও সহ-সাংগঠনিক সম্পাদক আলী আযম জানান, এটা স্থানীয় নির্বাচন হওয়ায় বহিষ্কারে মাঠ পর্যায়ে তার কোন প্রভাব পড়বে না।  এদিকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদেরও দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।