alia-bhatসোমবার ভারতের অর্থমন্ত্রী অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন। নির্বাচনমুখী এই বাজেটে গাড়ি, কম্পিউটারসহ বিভিন্ন পণ্যের দাম কমানো হয়েছে। ট্যাক্স বাড়েনি। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতেই ক্ষমতাসীন কংগ্রেস সরকারের আগ্রহ। এই বাজেট ঘোষণার পর বলিউডের স্টাররাও বাজেটের ঘোষণা দিতে শুরু করেছেন।
বলিউডের নিউ জেনারেশন স্টার আলিয়া ভাট জানিয়েছেন তিনি ফোন বিল কমাতে চান। তিনি বলেন, ভ্রমণের সময় তাঁর ফোন বিল মারাত্মকভাবে বেড়ে যায়। কারণ ওই সময় তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আর ইন্টারনেট নিয়েই ব্যস্ত থাকেন। ফোন বিল বেড়ে গেলে তাঁর মা তাঁকে বকেন। তিনি বলেন, ফোন বিল চাইলেই কমাতে পারি। তাঁর মতে, পোশাক আর মেকাপের খরচও কমানো যায়।