jam-dhaka-ctg২০ ফেব্রুয়ারি: প্রায় ৪৫ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের কবলে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় আটকে আছে শতশত যাত্রীবাহী পরিবহন। এসব যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে সময় যতো গড়াচ্ছে যানজটের দীর্ঘ আরো বাড়ছে।
জানা গেছে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় মিরসরাইয়ে রাস্তায় ব্যারিকেড দেয়ার পর থেকেই যানজট শুরু হয়। বেলা পৌনে ১২টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত যা ছাড়ানো সম্ভব হয়নি।
এদিকে দীর্ঘ যানজটে আটকা পড়ে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেককেই হেটে গন্তব্যের পথে রওনা হতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট সৈয়দ জাকির হোসেন জানান, রাস্তার দুই পাশের গাড়ি আটকা পড়ায় জট ছাড়াতে তাদের হিমশিম খেতে হচ্ছে। যানজট কমানোর চেষ্টা চলছে বলে তিনি জানান। এছাড়া আজ বৃহস্পতিবার হওয়ায় এ সড়কে যান চলাচল বেশি বলেও জানান  পুলিশের এই সার্জেন্ট।