1দৈনিক বার্তা: কর ফাঁকির অভিযোগে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে এক বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। বৃদ্ধাশ্রমে এক বছর সেবা করে এ সাজা ভোগ করতে হবে তাকে। এএফপি।

মঙ্গলবার দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে অবমাননাকর এমন প্রতীকী দণ্ডাদেশ দিয়েছে সেদেশের আদালত।

খবরে বলা হয়, সপ্তাহে এক দিন সমাজসেবামূলক কাজ করতে হবে তাকে। প্রতিদিন এই কাজের সময় চার ঘণ্টার কম হবে না।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ফনডাজিওন সাকরা ফ্যামিগলিয়া নামের চার্চ-পরিচালিত প্রতিবন্ধী ও বৃদ্ধদের একটি কেন্দ্রে বালরলুসকোনিকে কাজ করতে হবে। ওই কেন্দ্রে দুই হাজার সদস্য রয়েছেন।

কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে এই দণ্ডাদেশ কার্যকর হবে।