1মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা: গাজীপুরের কালীগঞ্জের রাথুরা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ট্রিপল মার্ডারএর পর আরো এক জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ ১৬ দিন মৃত্যু যন্ত্রনা ভোগের পর ওই ঘটনায় আহত মোসাঃ ছোলেমা বেগম (৪৩) শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ছোলেমা বেগম কালীগঞ্জের ধনপুর গ্রামের মৃত গয়েছ আলীর মেয়ে ও খোরশেদ খানের স্ত্রী ।  সে ওই ঘটনায় নিহত মমতাজ উদ্দিনের পুত্রবধু  নুর জাহান বেগমের বড় বোন। এনিয়ে ওই ঘটনায় মোট চার জনের মৃত্যু হয়েছে। এদিকে চার জনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামে প্রতিপক্ষের হামলায় মমতাজ উদ্দিন (৭৫), তার দুই ছেলে মো. সাইজুল ইসলাম(৩৫) ও মো. সাইফুল ইসলাম (৩২) নিহত ও  অপর পাঁচ জন আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নিহত মমতাজ উদ্দিনের পুত্র নুরুল ইসলাম, তার স্ত্রী নুরজাহান বেগম ও নুরজাহান বেগমের বড় বোন ছোলেমা বেগম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায়  নিহত মমতাজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম বাদী হয়ে গত ১২ এপ্রিল ১৩ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূইয়া জানান, এ ঘটনায় পুলিশ তিন আসামীকে গ্রেফতার করেছে। বাকী আসামীদের আটক করতে প্রতিদিন বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।