1দৈনিক বার্তাঃ ফুটবল বিশ্বকাপের পারদ চড়তে না চড়তেই ইতোমধ্যে ব্রাজিলে পসার জমাতে পাড়ি দিয়েছেন লক্ষাধিক যৌনকর্মী। দক্ষিণ আমেরিকার দেশগুলো ছাড়াও রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার যৌনকর্মী এরইমধ্যে রিও ডি জেনেরিওসহ ব্রাজিলের বিভিন্ন শহরে। সূত্রমতে, ২০১৪ বিশ্বকাপে পর্যটকদের পকেটের পয়সা খসাতে এবার ব্রাজিলে জড়ো হবেন প্রায় ১৫ লাখ যৌনকর্মী।

দেশটির অন্ধকার গলিগুলোতেই নয়, এক মাস ধরে রাস্তার মোড়ে মোড়ে বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষায় থাকবেন তারা। বিভিন্ন হোটেলে থাকবে তাদের ছবিসহ নামের তালিকা। আর এবারই প্রথমবারের মতো ক্রেডিট কার্ডে যৌনকর্মীর বিল পরিশোধের ব্যবস্থা করেছে ব্রাজিলের কয়েকটি প্রথম সারির ব্যাংক।1

ব্রাজিলে যৌন ব্যবসা বৈধ। ফলে বিশ্বকাপ উপলক্ষে এ ব্যবসা যে দেশটির অর্থনীতিতে বেশ উত্তাপ ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে এক পর্যটন খাতে ব্রাজিলের অর্থনীতিতে যোগ হবে ৩০৩ কোটি ডলার। বিশ্বকাপ চলাকালীন ব্রাজিলে ভ্রমণ করবেন আনুমানিক ৩৭ লাখ বিদেশি পর্যটক। তাঁদের কাছ থেকে ডলার খসাতে প্রস্তুত যৌনকর্মীরাও।

ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ছাড়া দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত-সংযোগ রয়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে রাশিয়া, কানাডা, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।