1দৈনিক বার্তাঃ আফগানিস্তানের হেরাত শহরে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছে, ৩ বন্দুকধারী মেশিন গান ও রকেট-চালিত গ্রেনেডের সাহায্যে হামলা চালায়। আফগান নিরাপত্তা বাহিনী পাল্টা-হামলা চালালে হামলাকারীদের ১ জন নিহত হয় ও অপর দুইজন নিকটবর্তী একটি ভবনে আত্মগোপন করে। তবে হামলায় হতাহত সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। হামলাটির সঙ্গে কারা জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি। বন্দুকধারীদের হামলার পরপরই নিরাপত্তা বাহিনী কনস্যুলেট এলাকায় নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে, ভারতীয় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ রয়েছেন। এদিকে আফগান নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করায় তাদের সাহসিকতার প্রশংসা করেছেন ভারত সরকারের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন। একই সঙ্গে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদেরও সাহসী ভূমিকার জন্যও তিনি তাদের প্রশংসা করেন। এদিকে ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের মাত্র কয়েকদিন আগেই এ ঘটনা ঘটলো। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও সেই শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি।