100দৈনিক বার্তাঃ  হ্যামস্ট্রিংয়ে চোট ৷ ডাক্তাররা অন্তত দু’ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন ৷ তাই বিশ্বকাপে প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেলেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্পেনীয় তারকা দিয়েগো কোস্তা ৷ অ্যাটলেটিকো মাদ্রিদের ডাক্তার  পেড্রো গুইলেন বলেছেন, ‘ কোস্তা এখনও ফিট নয় ৷ ওর ডান  হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ৷ অন্তত দু’সপ্তাহ বিশ্রাম নিতে হবে কোস্তাকে ৷’ ডাক্তারের কথাতেই পরিস্কার বিশ্বকাপে স্পেনের হয়ে খেলা অনিশ্চিত  ব্রাজিল জাত স্ট্রাইকারের  ৷ বিশ্বকাপে ১৩ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রখম ম্যাচ  স্পেনের ৷ এখন প্রশ্ন হচ্ছে কোস্তা কী দু’সপ্তাহ পরেই ফিট হয়ে যাবেন ? তিনি কী নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারবেন ? ডাক্তাররা বলছেন বিশ্বকাপের প্রখম ম্যাচ খেলা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল কোস্তার ৷ পেড্রো বলেছেন, ‘ কোস্তার খেলা পরিস্থিতি ওপর নির্ভর করছে ৷’ ৩০ মে বলিভিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন ৷ ওই ম্যাচের পারফরম্যান্স দেখে চূড়ান্ত দল গড়বেন দেল বস্কি ৷ কোস্তাকে ২৩ জনের দলে রাখলেও প্রথম একাদশে তাঁকে দেখা যাবে কি না তা বলা  যাচ্ছে  না এখনই ৷