11দৈনিক বার্তাঃ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মাতৃমৃত্যু হার কমাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।তিনি বলেন, বর্তমান সরকার মাতৃমৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছে। মাতৃমৃত্যর হার শূন্যের কোঠায় আনতে হলে ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ধর্মীয় নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বুধবার রাজধানীর তেঁজগাওতে চ্যানেল আই চত্বরে নিরাপদ মাতৃত্ব মেলার উদ্বোধনকালে এ কথা বলেন। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং চ্যানেল আই এ মেলার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্যোগের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঠিক নেতৃত্বের কারণেই বাংলাদেশ এমডিজি-৪ অর্জন করতে সক্ষম হয়েছে। মাতৃমৃত্যু রোধের ক্ষেত্রে বাংলাদেশ এমডিজি-৫ অর্জনের পথেই রয়েছে। তবে এজন্য আমাদের আত্মতুষ্টিতে বসে থাকলে চলবে না। কারণ এখনো মা হতে গিয়ে বহু নারী মারা যাচ্ছেন।তিনি বলেন, মা হতে গিয়ে যাতে কাউকে অকালে জীবন দিতে না হয় সে লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃত্বকে নিরাপদ করার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। জনগণকে সম্পৃক্ত করে সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলেই কেবল মাত্র এ অঙ্গীকার পূরণ করা সম্ভব।এ সময়ে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।