1দৈনিক বার্তাঃবান্দরবানের মিয়ানমারে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র  গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নায়েক সুবেদার মিজানুর রহমান নিহত হওয়ার ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, সীমান্তে গোলাগুলির ঘটনায় মিয়ানমারের বিজিপি’র দ্বারা নিহত নায়েক সুবেদার মিজানুর রহমানকে হত্যা এবং তার লাশ হস্তান্তর না করা বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এই ঘটনায় সারা জাতি উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত হয়ে পড়েছে। সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই আমাদের সার্বভৌমত্ব দিন দিন দুর্বল ও হুমকির মুখে পড়ছে। মির্জা আলমগীর বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের স্বাধীনতা সুরক্ষার বিষয়ে উদাসীন বলেই সীমান্ত অরক্ষিত থাকছে। কোন তীক্ষè নজরদারি নেই। শক্ত প্রতিরক্ষা ব্যূহ গড়ে তোলার উদ্যোগ নেই। অবিলম্বে নিখোঁজ বিজিবি সদস্যদের উদ্ধার করে দেশে পাঠানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একই সঙ্গে নিহত মিজানুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি  সমবেদনা জানান তিনি।