গাজায় ইসরায়েলি বর্বর হামলা

দৈনিক বার্তা –গাজা সিটি (ফিলিস্তিন ভূ-খন্ড), ১৮ জুলাই, ২০১৪ : জঙ্গিদের রকেট হামলা বন্ধে গাজায় ইসরাইলের ব্যাপক সামরিক অভিযানের একাদশ দিনে সেখানে তারা স্থল অভিযান জোরদার করেছে। এতে শুক্রবার গাজায় মৃতের সংখ্যা বেড়ে ২৬০ জনে দাঁড়িয়েছে। সামরিক সূত্র জানায়, এ সহিংসতায় এক সৈন্যসহ ইসরাইলের মোট দু’জন প্রাণ হারিয়েছে। দু’জনের একজন ইসরাইলি সৈন্য গাজায় নিহত হয়।

এ দিকে গাজার জরুরী সেবা সংস্থার মুখপাত্র আশরাফ আল-কুদ্রা জানান, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে ইসরাইলি হামলায় সর্বশেষ শামি পরিবারের দুই জন নিহত হয়। এনিয়ে শুক্রবার নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়ালো। এর আগে খান ইউনিস শহরে এক পরিবারের চার সদস্য নিহত হয়। এছাড়াও উত্তরাঞ্চলীয় বেহত হানাউন শহরে অপর দু’জনকে হত্যা করা হয়। কুদ্রা জানান, এর আগে খান ইউনিসের পূর্বাঞ্চলে ট্যাংকের গোলার আঘাতে তিনজন নিহত হয় এবং গাজা সিটির পূর্বে শেজাইয়ায় অপর একজন প্রাণ হারায়। এ দিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ নগরীতে পৃথক ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচ মাসের এক শিশুও রয়েছে। মুখপাত্র জানায়, গাজার উত্তরাঞ্চলের বেইত হানুনে মধ্যরাতের পরপরই ট্যাংকের গোলার আঘাতে দু’জন নিহত হয়।

গাজা ভিত্তিক ফিলিস্তিনের মানবাধিকার কেন্দ্র জানায়, হতাহতের ৮০ শতাংশের বেশী বেসামরিক নগারিক। ইসরাইলের এসব হামলায় কমপক্ষে এক হাজার ৯২০ জন আহত হয়। উল্লেখ্য, গত ৮ জুলাই ইসরাইলি অভিযান শুরুর পর গাজা উপত্যকা থেকে ইসরাইল ভূ-খন্ড লক্ষ্য করে গাজা থেকে এক হাজার ১৫০ বার রকেট হামলা চালানো হয়। এ সপ্তাহে রকেট হামলায় ইসরাইলের এক বেসামরিক নাগরিক ও শুক্রবার গাজায় এক ইসরাইলি সৈন্য নিহত হয়। এছাড়া এসব হামলায় ইসরাইলের অপর চার নাগরিক মারাত্মকভাবে আহত হয়।