new_ctg_894253467দৈনিক বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী আর নেই, (ইন্না নিল্লাহে …… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, গত ২৮ জুলাই রাতে নিজ বাসভবনে অসুস্থবোধ করলে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গত বুধবার রাতে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কানাডা এবং জাপান থেকে সাবেক এই মন্ত্রীর ছেলে-মেয়ে সিঙ্গাপুর যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, শুক্রবার রাতেই লাশ দেশে আনা হবে।

এলকে সিদ্দিকী দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রান্ত রোগে ভুগছিলেন। সীতাকুণ্ড আসন থেকে তিনি পর পর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময়:১৩০৫ঘণ্টা, আগস্ট ০১, ২০১৪