a703fb5385ff1a126d2b6a9e1d2c71f3দৈনিকবার্তা : ইরানের রাজধানী তেহরানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন৷ বেসরকারি বিমান সংস্থা তাবান এয়ারলাইন্সের অ্যান্তোনোভ এআর- ১৪০ বিমানটি তেহরান থেকে উত্তরাঞ্চলীয় শহরে তাবাসে যাওয়ার পথে আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়৷ স্থানীয় সময় সকাল ৯.১০ মিনিটে মেহরাবাদ বিমানবন্দরের উত্তরে আজাদি উপশহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে৷ মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে৷

দুর্ঘটনা স্থলে ত্রাণ ও উদ্ধার কর্মীদের তত্‍পরতা চলছে এবং এ পর্যন্ত বিধ্বস্ত বিমান থেকে ছয়টি লাশ উদ্ধার করা গেছে৷

মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার কারণে নতুন বিমান বা বিমানের প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় করা ইরানের জন্য কার্যত অসম্ভব হয়ে উঠেছে৷ এ কারণে ইরানের যাত্রীবাহী বিমান সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে৷

সাম্প্রতিক সময়ে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ইরানের উত্তরাঞ্চলীয় অঞ্চলে৷ ২০১১ সালে বরফ-ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে জরুরি অবতরণ করার সময়ে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়ে ৭৭ জন আরোহী নিহত হয়েছিলেন৷