images

দৈনিকবার্তা-ঢাকা, ১৪সেপ্টেম্বর: বাংলাদেশ ব্যাংক বিশ্বের অন্য দেশের কাছে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান৷গভর্নর বলেন, আমার রোল মডেল হিসেবে পুরস্কার পেয়েছি৷ কাজ করে যাচ্ছি ডিজিটাল বাংলাদেশ গড়তে৷

রোববার বেলা ৩টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ট্রাস্ট ব্যাংক ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ফ্রি ল্যান্সারদের জন্য ট্রাস্ট ফিউচারটেক লোন সুবিধা প্রদানে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান ও ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইশতিয়াক আহমেদ চৌধুরী৷

নজরুল ইসলাম খান শিক্ষা মন্ত্রণালয় নিয়ে বলেন, শিক্ষা খাত চরম দুর্যোগে ও সমস্যার মধ্যে রয়েছে৷

নজরুল ইসলাম খান বলেন, ফ্রিল্যান্সারদের প্রণোদনা ও তাদের কর্মসংস্থানের লক্ষে আইসিটি মন্ত্রণালয় কাজ করছে৷ এ পর্যন্ত ২০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করেছে৷ এ বছরের মধ্যে আরও ৭০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করবে৷

তারই ধারাবাহিকতায় ট্রাস্ট ব্যাংক এগিয়ে এসেছে৷ ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ শেষে ট্রাস্ট ব্যাংক সহজ শর্তে লোন দিচ্ছে৷

এতে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইশতিহাক আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভূক্তির লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক ব্যাপকভাবে কাজ করছে৷ স্কুল ব্যাংকিং, গ্রীণ ব্যাংকিং, বায়োগ্যাস লোন, শিক্ষার্থীদের ল্যাপটপ লোনে এগিয়ে এসেছে ট্রাস্ট ব্যাংক৷

ট্রাস্ট ব্যাংক জানায়, প্রতি ফ্রিল্যান্সার ২০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবে৷ এ ক্ষেত্রে ব্যাংক লোন দেবে ৭০ শতাংশ আর ব্যক্তি বা ফ্রিল্যান্সারকে ৩০ শতাংশ নিয়ে আসতে হবে৷ এর মেয়াদ হবে ২ বছর পর্যন্ত৷

ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা উপ-পরিচালক আবু জাফর হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী৷

নিজেদের অবস্থান বুঝে উদ্যোক্তারা ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন৷ তাদের বয়স হতে হবে ২১ থেকে ৬১ বছরের মধ্যে৷ ১ থেকে ২ বছরের মধ্যে পরিশোধ যোগ্য এ ঋণের ২০ হাজারের মাসিক কিস্তি হবে ৯৫৬ টাকা৷ ৭০ হাজারের জন্য ৩৪০০ টাকা৷

অনুষ্ঠানের সভাপতি ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব আবু জাফর হেদায়েতুল ইসলাম, বিশেষ অতিথি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সচিব জনাব নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন৷ বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ঊধর্্বতন কর্মকর্তাবৃন্দ, যাদেরকে কেন্দ্র করে এই সমঝোতা স্বাক্ষরের আয়োজন করেন৷