NBR_sm_866983474

দৈনিকবার্তা-ঢাকা, ১৪সেপ্টেম্বর: তৃতীয় বারের মতো রাষ্ট্রীয় কোষাগারে সর্বোচ্চ আয়কর দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে যাচ্ছে সরকার৷ সম্মাননা হিসাবে তাদেরকে ট্যাঙ্ কার্ড,ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে৷ এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে৷

জানা যায়,১৫সেপ্টেম্বর সোবার সপ্তম জাতীয় আয়কর দিবস৷ এবারের আয়কর দিবসের স্লোগান হচ্ছে-আয়করে প্রবৃদ্ধি,দেশ ও দশের সমৃদ্ধি৷ এদিন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় পর্যায়ে নির্বাচিত ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে এসব সম্মাননা তুলে দেবেন৷এছাড়া সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে ৩৬৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকেও এ সম্মাননা দেওয়া হচ্ছে৷সমপ্রতি জাতীয় রাজস্ব বোর্ড এসব ব্যক্তি-প্রতিষ্ঠানের নামের একটি প্রজ্ঞাপন জারি করেছে৷

তৃতীয়বারের মতো ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগারে সর্বোচ্চ আয়কর পরিশোধে সম্মাননা (ট্যাঙ্ কার্ড, ক্রেস্ট ও সনদপত্র) দেওয়া হবে৷সত্‍ করদাতাদের উত্সাহ ও ফাঁকিবাজ করদাতাদের করের আওতায় আনতে ২০১২ সালের ৩১ ডিসেম্বর ২০০৯-১০ অর্থবছরে সর্বোচ্চ আয়কর প্রদানের জন্য প্রথমবারের মতো এনবিআর এ সম্মাননা প্রদান করে৷

gov_861051190সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান: ২০১৩-১৪ অর্থবছরে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠানগুলো হলো- শেভরন বাংলাদেশ ব্লক ১২ লি., সিলেট গ্যাস ফিল্ডস লি. কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. ইউনিলিভার বাংলাদেশ লি., আমেরিকান লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লি., কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লি., বড়পুকুরিয়া কয়লা মাইনিং কোম্পানি লি., স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক এনএ লি., স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি.৷

সর্বোচ্চ করদাতা ব্যক্তি: ২০১৩-১৪ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কর দাতাদের মধ্যে রয়েছেন- তাসমিয়া আবরীন, হাজী মো. কাউছ মিয়া, গোলাম দস্তগীর গাজী, ঢাকা কর অঞ্চল-৮ এর মোহাম্মদ ইউসুফ, লায়লা হোসেন, হোসনে আরা বেগম, রোবায়েত ফারজানা হোসেন, মিসেস খাজা তাজমহল, এম এ হায়দার হোসেন, মো. মোকছেদুল ইসলাম৷

এদের মধ্যে এম এম আমজাদ হোসেন, মোহাম্মদ ইউসুফ, এম এ হায়দার হোসেন, লায়লা হোসেন, হোসনে আরা বেগম, রোবায়েত ফারজানা হোসেন এবং খাজা তাজমহল এটিআই লিমিটেড’র প্রতিনিধি হিসেবে সম্মাননা পাচ্ছেন৷এছাড়া ট্যাঙ্ কার্ডধারীরা যেকোন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন৷ বিমান, রেল, সড়ক ও জল পথে সরকারি কোটা অনুসারে আসন এবং সুবিধা পাবেন৷ কার্ডধারী ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিত্‍সা সুবিধা ও অগ্রাধিকার পাবেন৷

আগামী ১৬-২২সেপ্টেম্বর রাজধানীর অফিসার্স ক্লাব জাতীয় রাজস্ব বোর্ড’র উদ্যোগ জাতীয় আয়কর মেলার আয়োজন করা হচ্ছে৷ এছাড়া বিভাগীয় শহর ও জেলা শহরে একই সময়ে এ মেলা অনুষ্ঠিত হবে৷

Go to Feedback