13621462781542734907

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ সেপ্টেম্বর: জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগ থেকে দেওয়া রায়ের প্রতিবাদে ও বৃহস্পতিবারের হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত৷ বুধবার এ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশালসহ আরো অনেক জায়গায়৷ প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে বরিশাল, দিনাজপুর ও গাইবান্ধায়ও৷ এছাড়া এ রায়কে কেন্দ্র করে এসব জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল বাড়ানো হয়েছে৷ মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি৷ বিক্ষোভ মিছিল ও সমাবেশ ধেকে প্রায় জামায়াত শিবিরের প্রায় ২০০ নেতাকমর্ীকে আটক করা হয়েছে৷

ঢাকা: জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগ থেকে দেওয়া রায়ের প্রতিবাদে ও আগামীকাল বৃৃহস্পতিবারের হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত৷ এসময় পুলিশ লাঠি চার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে৷বুধবার দুপুরের দিকে রাজধানীর শাহজাদপুর, রামপুরা, মিরপুর, বংশালসহ আরো কয়েকটি এলাকায় তারা এই মিছিল করে৷ গুলশান থানাধীন শাহজাদপুরের মিছিল ও লাঠিচার্জ করে সেটি ছত্রভঙ্গ করে দেওয়ার সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি রফিকুল ইসলাম৷তিনি বলেন, শাহজাদপুরের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পাশের একটি গলি থেকে জামাতের লোকজন মিছিল বের করার চেষ্টা করে৷ এসময় মিছিলটিকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়৷এসব মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি সেলিম উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম ও মহানগরীর জামায়াত নেতা আলাউদ্দিন প্রমুখ৷ অপরদিকে রামপুরা এলাকার মিছিলের নেতৃত্বে ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কবির আহমদ, জামায়াত নেতা কামাল হোসাইন, ছগির বিন সাইদ ও আব্দুল কাইয়ুম মজুমদা প্রমুখ৷

সিলেট : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে নবীগঞ্জে জামায়াতের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এ সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন৷ এঘটনায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷বুধবার দুপুর ৩টার দিকে নবীগঞ্জ উপজেলা সদরের ওসমানী সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দেলাওয়ার হোসাইন সাঈদীর চূড়ান্ত রায়কে কেন্দ্র করে বুধবার শহরে জড়ো হয় জামায়াত৷ খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে প্রবেশের পথে বাধা দেয় পুলিশ৷ এরপর দুপুর ২টার দিকে জেলা জামায়াত সেক্রেটারি মুশাহীদ আলীর নেতৃত্বে জামায়াত-শিবির নেতা-কর্মীরা নবীগঞ্জ শহরের ওসমানী সড়ক এলাকায় মিছিল বের করে৷ এক পর্যায়ে মিছিলকারীরা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশ মিছিলকারীদের ধাওয়া দেয়৷ এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ সময় লাঠিসোটা ও ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্তি পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে৷ তাত্‍ক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি৷

আহতদের মধ্যে, নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম (৪০), কনস্টেবল আলাউদ্দিন আহমেদ (৩৮) ও কনস্টেবল নাসির উদ্দিনসহ (৩৫) ৫ পুলিশ সদস্য, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাস রানাকে (৪০) প্রাথমিক চিকিত্‍সা দেওয়া হচ্ছে৷ এছাড়াও গ্রেফতার এড়াতে আহত জামায়াত-শিবিরের অনেক নেতা-কর্মী বিভিন্ন ক্লিনিকে চিকিত্‍সা নিয়েছেন৷

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুত্‍ফর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ শান্তি-শৃঙ্খলা রক্ষায় শহরে বিজিবি টহল দিচ্ছে৷ জামায়াত-শিবিরের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ৷

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, জননিরাপত্তার স্বার্থে পুলিশ জামায়াতের মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়৷ সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় ২৫ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি৷

সিলেট : জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃতু্য কারাদণ্ডোদেশের রায়কে প্রত্যাখান করে একযোগে ঝঁটিকা মিছিল করেছে সিলেটে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা৷এ ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া করলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও পাল্টা ধাওয়ার করে৷ মিছিল থেকে জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ৷বুধবার বেলা সাড়ে ১১টায় দর্শন দেউরি প্রাইমারি স্কুলের সামনে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷

জানা যায়, সিলেট নগরীর আম্বরখানা দর্শন দেউরি,মেডিকেল রোড, কোর্ট পয়েন্ট, মদিনা মার্কেট, চন্ডিপুল, পুরাতন রেল স্টেশন রোড ও সোবহানীঘাট এলাকায় একযোগে ঝঁটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা৷এসময় দর্শন দেউরি প্রাইমারি স্কুলের সামনে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এসময় পুলিশ বহনকারী একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে৷ পরে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ও এক রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়৷ এসময় জামায়াত শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করে পুলিশ৷
এদিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝঁটিকা মিছিল বের করে দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে বলে জানা গেছে৷

অন্যদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ জানান, দর্শন দেউরিতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করলে ৮ রাউন্ড ফাঁকা গুলি ও এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়৷

রাজশাহী : রাজশাহীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে৷ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণার পর নগরীর শালবাগান, বাটার মোড়, ডিঙ্গাডোবা, কাশিয়াডাঙ্গা ও কাটাখালি এলাকায় পৃথকভাবে এ সংঘর্ষ হয়৷ এ সময় শিবিরকর্মী সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ৷বুধবার বেলা ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্চ আদালতে সাঈদীর আপিলের চূড়ান্ত রায় ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে এর প্রতিবাদে নগরীর শালবাগান এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির নেতা-কর্মীরা৷পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুঁড়ে৷ এ সময় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাল্টা ইট-পাটকেল ছুঁড়লে আরো কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়৷ পরে ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মী সন্দেহে ১০ জনকে আটক করে৷

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিল শুরুর চেষ্টাকালে নগরীর শালবাগান এলাকা থেকে পুলিশের উপর হামলাকারী সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে৷নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে৷

পাবনা প্রতিনিধি ঃ ৭১’র মানবতা বিরোধী যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর আমৃতু্য কারাদন্ডের আদেশের প্রতিবাদে বুধবার দুপুরে পাবনায় জামায়াত-শিবির কর্মিরা জঙ্গি মিছিল বের করে৷ এ সময় যুবলীগ ও ছাত্রলীগের কমীরা মিছিলে হামলা চালায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে৷ হামলায় জামায়াত শিবিরের ১০/১৫ জন কমর্ী আহত হয়েছেন৷

প্রত্যক্ষদশর্ীরা জানায়, দুপুর পৌনে ২টার দিকে পাবনা শহরে জামায়াত-শিবির কমর্ীরা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর আমৃতু্য কারাদন্ডের রায়ের প্রতিবাদে বিৰোভ মিছিল বের করে৷ মিছিলটি শহরের দোয়েল চত্তর মোড়ে পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের কমর্ীরা তাদের উপর ইট পাটকেল নিৰেপ করে৷ এ সময় ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে৷ সাধারণ মানুষ ভয়ে দিকবিদিক এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে৷ জামায়াত শিবিরের প্রায় ১০/১৫ জন নেতাকমর্ী কমবেশি আহত হয়েছে বলে দলীয় সুত্র জানায়৷ তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি৷
এ ব্যাপারে পাবনা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী রেজাউল করিম জানান, তাদের নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃতু্য রায়ের প্রতিবাদে শানত্মিপূর্ণ মিছিল বের করলে যুবলীগ ও ছাত্রলীগের কমর্ীরা পুলিশের সহায়তায় মিছিলে হামলা ও বন্দুকের গুলি চালায়৷ এসময় তাদের ১০/১৫ নেতাকমর্ী আহত হয়েছেন৷ তাদের অনেকেই গুলিবিদ্ধ আছেন৷

জামায়াত শিবিরের মিছিলের উপর হামলার বিষয়ে পাবনা সদরের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ জানান, জামায়াত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা মিছিলের নামে শহরে নাশকতা ও জানমালের ৰতি করার পাঁয়তার করছিল৷ উপস্থিত যুবলীগ ও ছাত্রলীগের কমর্ীরা তা প্রতিহত করেছে মাত্র৷
পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রোকনুজ্জামান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ২৫ রাউন্ড শর্টগানের গুলি করেছে৷ অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোসত্মাইন হোসেন জানান ঘটনার সময় পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে৷ তাদের নাম পরিচয় জানাতে তাত্‍কনিক ভাবে জানাতে অপরাগতা প্রকাশ করেন৷ এর আগে মঙ্গলবার রাতে পাবনার বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ২৩ নেতাকমর্ীকে আটক করেছে৷ চাঁপাইনবাবগঞ্জে শিবির পুলিশ-সংঘর্ষ, আহত তিন, আটক ২,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জে শিবির-পুলিশ সংঘর্ষে তিনজন আহত হয়েছে৷ এসময় পুলিশ দুই শিবিরকর্মীকে আটক করেছে৷ প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সাঈদীর রায়কে কেন্দ্র করে বেলা ২টার দিকে শহরের নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিবির কর্মীরা৷ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ বেধে যায়৷ প্রায় একঘন্টা ধরে চলা সংঘর্ষে পুলিশ লক্ষ্য করে বেশ কয়েকটি ককেটল বিস্ফোরণ করে শিবিরকর্মীরা৷ পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে৷ এতে শিবিরের তিন কর্মী আহত হন বলে দাবি করেছেন জেলা শিবিরের প্রচার সম্পাদক শহীদুুল ইসলাম৷ এদিকে দুইজনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি জসীম উদ্দীন৷

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের পিটিআই মোড় ও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের উপর-রাজারামপুরে সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা৷ পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদসর্যা অবরোধ সরিয়ে দেয়৷ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌর জামাতের আমীরসহ অপর এক জামাত কমর্ীকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ৷ পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে নাচোল থানা পুলিশের একটি দল বুধবার দেলওয়ার হোসেন সাঈদীর রায়ের পর নাশকতা করতে পারে এমন আশংকায় আটককৃতদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়৷ এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতরা বর্তমানে সকাল ৯টা পর্যনত্ম নাচোল থানা হেফাজতে রয়েছে৷ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর জামাতের আমীরসহ ২ জন আটক

অন্যদিক, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াতের আমির আব্দুল কাদের (৫০) ও দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ৷ ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে এবং নায়েব আলী উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত গগন তরফদারের ছেলে৷ বুধবার সকাল ৭ টার দিকে এদেরকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ৷দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরম্নজ্জামান জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াতের আমির আব্দুল কাদের ও দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী অস্ত্র ও বিষ্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামী৷

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দলের মুখপত্র রম্নহুল আমিন জানান, ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াতের আমির আব্দুল কাদের ও দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলীর বিরম্নদ্ধে থানায় মামলা আছে৷ এজন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

ফেনী :জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর মানবতা বিরোধী কর্মকান্ডের রায় ঘোষনাকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ পুলিশ ও র্যাবের পাশাপাশি শহরে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে৷ এদিকে গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৫ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে৷OLYMPUS DIGITAL CAMERA

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, সাঈদীর রায়কে কেন্দ্র করে কেউ যেন কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে৷ দুই পস্নাটুর বিজিবি মোতায়েন করা হয়েছে৷ পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরাও শহরে টহলে রয়েছেন৷ ফেনীর জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. আবদুস সালাম সরকার জানান, গত মঙ্গলবার রাতে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৫ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে৷

খুলনা ঃবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অন্যায় রায় প্রদান ও শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত বৃহস্পতিবার ২৪ ঘন্টা এবং রবিবার ২৪ ঘন্টা হরতাল সফলের আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার নেতৃবৃন্দ৷ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারী অধ্যাপক মাহফুজুর রহমান এক যুক্ত বিবৃতিতে খুলনাবাসীর প্রতি এ আহবান জানান৷

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ রায় অন্যায় ও জুলুম৷ মাওলানা সাঈদীর বিরুদ্ধে আনীত অভিযোগ সমর্্পূর্ণ মিথ্যা ও বানোয়াট৷ এ রায় দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে৷ সরকারের এ অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে দেশের জনগন আজ সোচ্চার৷ নেতৃবৃন্দ ৪৮ ঘন্টার এ হরতাল সফলের আহবান জানান৷

সুনামগঞ্জ প্রতিনিধি: আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর আমৃত্য কারাদণ্ডাদেশের প্রতিবাদে ও হরতালের সমর্থনে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াত-শিবির৷ বুধবার বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্ট থেকে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁনের নেতৃত্বে বের হওয়া মিছিলটি পুরাতন বাস স্টেশন এলাকায় গিয়ে পথসভা চলাকালে পুলিশের লাঠিচার্জে সভাটি পন্ড হয়ে যায়৷ এ সময় জামায়াত-শিবিরের কমপক্ষে ৫ জন নেতাকর্মী আহত হয় বলে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন জানিয়েছেন৷ আহতদের স্থানীয়ভাবে চিকিত্‍সা দেয়া হয়েছে৷

নাটোর : মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃতু্য কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে নাটোর শহরতলীর দিঘাপতিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা৷

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জামায়াত-শিবির নেতা-কর্মীরা দিঘাপতিয়ার উত্তরা গণভবন এলাকায় বিক্ষোভ মিছিল করে সমাবেশ শুরু করে৷ এ সময় পুলিশ, র্যাব ও বিজিবি ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবেরর নেতা-কর্মীরা পালিয়ে যায়৷ পরে ঘটনাস্থল থেকে তিন জামায়াত কর্মীকে আটক করে পুলিশ৷

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন৷

ব্রাহ্মণবাড়িয়া : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চূড়ান্ত রায়ের আগের রাতে নাশকতার আশঙ্ককায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ৷মঙ্গলবার দিনগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ জেলার আশুগঞ্জ, আখাউড়া, নাসিরনগর,বিজয়নগর ও বাঞ্ছারামপুরে এ অভিযান চালানো হয়৷

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া শহর শাখা শিবির নেতা কুমিল্লা সরকারি কলেজের ছাত্র জিয়া উদ্দিন (২২), ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ছাত্র নাদিমুল (২২), ভাদুঘর আলিয়া মাদরাসার ছাত্র কাউছার মিয়া (২৫), আশুগঞ্জ উপজেলার জামায়াতকর্মী সৈয়দ হোসেন (৩৬), আখাউড়া উপজেলার শিমুল (২৪) ও হৃদয় (২৫), নাসিরনগরের শামসু মিয়া (৪০) ও আজিজুল হক (৪০), বিজয়নগরের খলিল মিয়া (৪৫) এবং বাঞ্ছারামপুরের আলম (২৭)৷

ঊ্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) মাইনউদ্দিন খান জানান, শহর শাখা শিবিরের সেক্রেটারি সারওয়ারের বাসায় গোপন বৈঠক করার সময় তিনজনকে আটক করা হয়৷ বাকি সাত জনকে বিভিন্ন উপজেলা সদর থেকে আটক করা হয়৷ তাদের কাছ থেকে ১৪টি জামায়াত-শিবিরের বই, চাঁদা আদায়ের রশিদ ও জীবন বৃত্তান্ত ফরম জব্দ করা হয়েছে৷

বগুড়া: মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া ট্রাইবু্যনালের আদেশের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথ সমাবেশ হয়েছে৷ বুধবার বিকেল সোয়া ৫ টা পর্যন্ত জেলা সদরের পৃথক তিনটি স্থানে এসব কর্মসূচি পালন করে জামায়াত ইসলামী৷বগুড়া শহর জামায়াতের প্রচার বিভাগ থেকে শাহীন মিয়া এবং স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, বুধবার বেলা ১১ টা এবং বেলা ২ টার দিকে জেলা শহরের খান্দার, বেলা সাড়ে ১১ টার দিকে সদরের চারমাথা এলাকা এবং বেলা ১১ টা ও বিকেল ৫ টার দিকে সাবগ্রাম এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াত ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, জামায়াতের নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আপিল বিভাগ আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন৷ তারা এই আদেশের প্রতিবাদ জানিয়ে কেন্দ্র ঘোষিত ১৮ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর হরতাল পালন করবেন৷

এছাড়া সমাবেশ থেকে শুক্রবার সাঈদীর জন্য বিশেষ দোয়া এবং শনিবার বিক্ষোভ পালন করার কথাও বলেন তারা৷কর্মসূচি চলাকালে জামায়াত নেতা আজগর আলী, আল-আমিন, শহর শিবিরের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা উত্তর শিবিরের সভাপতি এনামুল হক রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ তিন শিবিরকর্মীকে আটক করেছে৷ বুধবার বিকেল চারটার দিকে তাদের আটক করা হয়৷আটককৃতরা হলেন- উপজেলার ষোলদানা গ্রামের বাহাউদ্দিন কবির (১৮), আদশা গ্রামের ফজলে রাব্বী (১৯) এবং নওয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন (১৬)৷চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌর এলাকার ভাটিরগাঁও এলাকায় শিবিরের ছেলেরা মিছিল বের করার চেষ্টা চালায়৷ এ সময় তাদেরকে ধাওয়া করে তিন শিবিরকর্মীকে আটক করা হয়৷