Tofayel

দৈনিকবার্তা-ঢাকা, ০১অক্টোবর: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,সংলাপের প্রতি বিএনপির আগ্রহ দেখে মনে হয় তারা কতো অসহায় হয়ে গেছে৷ পাঁচ বছরের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না৷বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন৷

বিএনপির সঙ্গে সংলাপ করতে খালেদা জিয়ার এক বক্তব্যের বিষয়ে তোফায়েল বলেন, সংলাপের বিষয়ে বিরোধীদলের কাছ থেকে এ রকম আগ্রহ পৃথিবীর কোথাও নেই৷ বরং বিরোধীদলের আন্দোলনের চাপে সরকারই সংলাপের বিষয়ে আগ্রহী হয়৷সংলাপে বিএনপির আগ্রহের প্রতি ঈঙ্গিত করে তোফায়েল বলেন, এটা পরাজয়ের চিহ্ণ৷ সংবিধানের বাইরে যাবে না সরকার৷ বিএনপির হাতে আলোচনার কোনো ইসু্য নেই৷তিনি বলেন, বিএনপি একটি বড় দল৷ গণতান্ত্রিকভাবে আন্দোলন তারা করতেই পারে৷ কিন্তু বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার৷

সরকারের ওপর বিশ্বের কোনো দেশের চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো ইসু্যতেই সরকারের ওপর কোন চাপ নেই৷৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির ক্ষতি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন৷এদিকে বঙ্গবন্ধু সম্পর্কে বিএনপির সিনিয়র ভাইস- চেয়ারম্যান তারেক রহমানের সামপ্রতিক বক্তব্যের ওপর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ওর সম্পর্কে বিছু বলতে চাই না, ঘৃণা লাগে৷

হজ, তাবলিগ জামাত ও জয় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে৷গত রোববার নিউইয়র্কে সহকর্মী লতিফ সিদ্দিকীর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র (সৈয়দ আশরাফুল ইসলাম) কথা বলবেন৷

মন্ত্রিসভা শেকে লতিফ সিদ্দিকীকে বাদ দেওয়ার গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ আমার কোনো ব্যক্তিগত মতামত নেই৷তিন দফায় লতিফ সিদ্দিকী বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা৷আপনার কেবিনেটের একজন সহকর্মীর বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কী- এ পয়েন্টের প্রশ্নের উত্তর আমার কাছে নেই, বলেন বাণিজ্যমন্ত্রী৷

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে লতিফ সিদ্দিকীর মন্তব্য জানতে চাইলেও এড়িয়ে যান তোফায়েল৷তিনি বলেন, ডন্ট আস্ক মি, এ প্রসঙ্গে কোনো কথা বলব না৷ তবে মন্ত্রীদের কার্যক্রমের তদন্ত বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রত্যেক মন্ত্রীর কার্যক্রম মূল্যায়ন হয়৷

গত সোমাবার লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, শেখ মুজিব একজন হত্যাকারী৷ তার আমলে ব্যাপকভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে৷তারেক রহমানের করা এ মন্তব্যের বিষয়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন তোফায়েল আহমেদ বলেন, এর সম্পর্কে কোনো মন্তব্য করতে পছন্দ করিনা; আমার ঘৃণা লাগে৷বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সংলাপের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা বলেন, তারা তো দাওয়াত প্রত্যাখ্যান করেছে৷ এখন সংলাপ চাচ্ছেন, এটা হলো পরাজয়ের চিহ্ন৷

তোফায়েল বলেন, আমরা যখন পাকিস্তানবিরোধী আন্দোলন করেছি, আইয়ুব খান আন্দোলনের চাপে গোলটেবিল বৈঠক ডেকেছিল৷ এরশাদবিরোধী আন্দোলনের সময়ও তিনি আলোচনা করতে চেয়েছেন৷

তিনি (খালেদা) বলেছেন, এ সরকারের অধীনে তিনি নির্বাচন করবেন না৷ সংবিধানের বাইরে যাবেন না৷
তিনি সংলাপ কী নিয়ে করবেন- প্রশ্ন রেখে তোফয়েল আহমেদ বলেন, শর্ত দিয়ে সংলাপ হয় না৷ সংলাপের পরিবেশ নেই৷ ২০১৯ সালের ২৯ জানুয়ারি নির্বাচন হবে৷বর্তমান সরকার কোনো দেশের কাছে কোনো চাপে নেই বলেও জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা কারো কাছে মাথা নত করে না৷ আন্তর্জাতিক কোনো চাপ নেই৷

বঙ্গবন্ধু দেশের স্বার্থে সারাজীবন কাজ করেছেন জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, দেশের স্বার্থে যা যা করা দরকার, আমরা তা করবো৷ ওয়ার্ল্ডব্যাংক, আইএমএফ, এডিবির প্রতিবেদন ভালো৷ ইকোনমিক সব সূচকে পজেটিভ৷ ঈদে মানুষ ভালোভাবে যাবেন, ভালোভাবে ফিরে আসবেন৷

মন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি নিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় প্রশংসা করেছেন৷ বাংলাদেশ একটা মডেল৷ বিএনপির আন্দোলন বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না৷