ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহম্মেদ

দৈনিকবার্তা-ঢাকা,২অক্টোবর : বাংলাদেশকে নিয়ে ভারত ভাবছে না, আমরা কেন ভারতকে নিয়ে ভাবছি এমন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহম্মেদ বলেছেন, বাংলাদেশ ভারতকে সবকিছু উজার করে দিয়েছে৷ অথচ ভারত বাংলাদেশের সম্পর্ক আজো বন্ধুত্বপূর্ন হয়নি৷উল্টো একের পর এক তারা আমাদের শোষণ করে যাচ্ছে৷বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ভারত বাংলাদেশ সস্পর্ক ও নিরাপত্তার সংকট’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন৷

ড. এমাজউদিন আহম্মেদ বলেন, সরকার সব সময় ভারতের কংগ্রেসকে প্রধান্য দেয়৷ ফলে কংগ্রেস কখনো বাংলাদেশের দাবি দাওয়াগুলো পূরণ করে না৷ তিস্তার পানি কখনো আমরা ঠিক মতো পাইনি৷ভারত সব সময় বাংলাদেশের ফসল ভোগ করে আসছে৷তালপট্টি দ্বীপে গ্যাস থাকার কারণে তালপট্টিটিও তাদের করে নিয়েছে৷

এ সময় বক্তব্য রাখেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহীম, সাবেক সচিব এনাম আহম্মেদ চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ, একুশে পদকপ্রাপ্ত প্রভাষক সুকুমার বড়ুয়া, জাহাঙ্গীর আলম, ড. নুরুল আমিন ব্যাপারী প্রমুখ৷