Latif-siddiki-Hafazot2-29.9.14

দৈনিকবার্তা-ঢাকা,২অক্টোবর : হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায় আনতে ২০ দিনের আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ৷সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী এ আলটিমেটাম দেন৷

বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের বাউন্ডারির ভেতর পুলিশি ব্যারিকেডের মধ্যে প্রতিবাদ সমাবেশে কাসেমী এ ঘোষণা দেন৷নূর হোসাইন কাসেমী বলেন, নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃতু্যদণ্ডের বিধান পাস করে লতিফ সিদ্দিকীদের ফাঁসিতে ঝুলাতে হবে৷  আগামী ২০ দিনের মধ্যে এ বিধান পাস করে লতিফ সিদ্দিকীকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নূর হোসাইন কাসেমী বলেন, তা না হলে তৌহিদি জনতা মাঠে নামতে বাধ্য হবেন৷

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিব বলেন, লতিফ সিদ্দিকী নামক কুলাঙ্গারকে ফাঁসিতে ঝুলাতে হবে৷ সে একজন নাস্তিক-মুরতাদ৷ তার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না৷ নতুন আইন করে এই মুরতাদদের বিচার করতে হবে৷তিনি বলেন, আমাদের আন্দোলন নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে৷ আমরা এখানে পুলিশের সঙ্গে মারামারি করতে আসিনি৷ আমরা এসেছি ঈমানের দাবিতে৷ আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ৷ লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জোহরের নামাজের পর হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়৷ এ সময় তারা বাউন্ডারির ভেতরেই বিক্ষোভ সমাবেশ করেন৷

প্রসঙ্গত, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে রোববার সন্ধ্যায় টাঙ্গাইল প্রবাসীদের মতবিনিময় সভায় হজ, তবলিগ জামাত ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকী৷ তিনি বলেন, আমি জামায়াতে ইসলামীর যত বিরোধী, তার চেয়ে বেশি হজ ও তবলিগ জামাতবিরোধী৷ লতিফ সিদ্দিকীর এ বক্তব্যের পর সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে৷ এক পর্যায়ে তাকে মন্ত্রিসভার পাশাপাশি আওয়ামী লীগের সব দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়৷

এদিকে, লতিফ সিদ্দিকীকে শুধু মন্ত্রিসভা থেকে অব্যাহতি দিলেই চলবে না৷ তাকে দল থেকেও অপসারণ করে গ্রেফতার করতে হবে৷ পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে দাবি করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ইসলামিক পাটির্র নেতারা৷বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর শান্তিনগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে এক সভায় বক্তারা এ কথা বলেন৷

এ সময় নেতৃবৃন্দ বলেন, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে বিশ্বের সব মুসলমানের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছেন৷ তার এই বক্তব্যে সব মুসলমান মর্মাহত ও ব্যথিত৷ অবিলম্বে এই নাস্তিক মন্ত্রীকে মন্ত্রীসভা থেকে বাদ দিয়ে এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে জানান তারা৷এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এজাজ হোসেন৷

এছাড়া বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচি আবু তাহের চৌধুরী,যুগ্ম মহাসচিব হাফেজ শহিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, স্টিয়ারিং কমিটির সদস্য মো. আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান৷ আর উপস্থিত ছিলেন পার্টির মুখপত্র ব্যারিস্টার সায়েদুল হাসান ইকবাল,কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম সরকার, গাজী সফিউল্লাহ, অ্যাডভোকেট আল-আমিন, ইলিয়াসুর রহমান, বাংলাদেশ ছাত্র শক্তির আহ্বায়ক আদিল উদ্দিন আল মাহমুদ প্রমুখ৷