ইয়াবা

দৈনিকবার্তা-চট্টগ্রাম,৩অক্টোবর : বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ ও ফকিরহাট এলাকা থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব৷নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা ও বন্দর থানার ফকির হাটে বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷

র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহামেদ শুক্রবার সকালে পতেঙ্গায় র্যাব-৭ সদর দপ্তরে ওই অভিযানের কথা জানান৷ গ্রেপ্তার তিনজন হলেন- সৈয়দ কাশেম (৩৩), সম্রাট সরদার (২৩) ও রবিউল পাটোয়ারি (২২)৷ এদের মধ্যে কাশেমের বাড়ি কঙ্বাজারের টেকনাফ ভোদারবিল এলাকায় ও অন্য দুইজনের বাড়ি মুন্সিগঞ্জ ও কুমিল্লার মনোহরগঞ্জে৷ র্যাব কর্মকর্তা মিফতা উদ্দিন জানান, গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকা থেকে সৈয়দ কাশেমকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়৷

পরে রাতে তাকে নিয়ে অভিযান চালিয়ে একই এলাকার আরেকটি বাসা থেকে উদ্ধার করা হয় আরও এক লাখ ২০ হাজার ইয়াবা৷পরে কাশেমের দেয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার ফকিরহাট এলাকার কুদ্দুস ম্যানসন থেকে সম্রাট ও রবিউলকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়৷মিফতা উদ্দিন বলেন, কাশেম টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এসে ওই বাসায় মজুদ করতেন৷ পরে সেখান থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন৷ কাশেম জানায় গত ১ এপ্রিল ১২ হাজার টাকায় ওই বাসাটি সে ভাড়া নেয়৷ দুই থেকে তিন মাস পরপর অবস্থান পরিবর্তন করে সে এই কর্মকাণ্ড চালিয়ে আসছিল৷

কাশেমের কাছ থেকে ইয়াবা কেনার জন্য সম্রাট ও রবিউল ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিল বলে জানান তিনি৷ উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা৷র্যাব কর্মকর্তা সোহেল মাহমুদ বলেন, আটক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন৷ কাশেম জানিয়েছেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের জন্য আমিন নামে এক সহযোগী রয়েছে৷ তারা ঘন ঘন বাসা বদল করলেও গত পাঁচ মাস ধরে হিলভিউ এলাকার ওই বাসায় অবস্থান করছেন৷