Speaker

দৈনিকবার্তা-ঢাকা,১৮অক্টোবর : স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বলেছেন,বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণে সকল প্রকার সন্ত্রাসবাদ দমনে অঙ্গীকারবদ্ধ ৷তিনি বলেন, আঞ্চলিক সমন্বয় ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলি অভিষ্ট লৰ্যে পৌঁছাতে পারবে না৷তিনি শুক্রবার দিল্লীতে দিল্লী পলিসি গ্রুপ আয়োজিত ‘ভিশন ২০১৪ আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক সম্মেলনে একথা বলেন৷

তিনি বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ৷ ভারত সরকার ও সে দেশের জনগন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে সমর্থন ও সহযোগিতা দিয়েছিল সেটা বাংলাদেশ চিরকাল মনে রাখবে৷ তিনি আরো বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান রয়েছে৷ ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা দু’দেশের বন্ধনকে আরও সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে পারস্পরিক উন্নয়ন ও অগ্রগতিকে নিশ্চিত করেছে৷ এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪ টি অভিন্ন নদী থেকে যথাযথ পানিবন্টনের মাধ্যমে দু’দেশের পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন৷

স্পিকার বলেন, এ অঞ্চলের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিতকল্পে সহযোগিতার মাধ্যমে সবের্াত্‍কৃষ্ঠ পন্থা খুঁজে বের করতে হবে৷ বিদু্যত্‍ ও জলবিদু্যত্‍ উত্‍পাদন, পানিসম্পদ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ মোকাবিলা, জনগণের মধ্যে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে এ অঞ্চলের প্রতিটি দেশকে আনত্মরিকভাবে একযোগে কাজ করতে হবে৷তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, শানত্মি ও স্থিতিশীলতা আনয়ন, সকল প্রকার সন্ত্রাস রোধের মাধ্যমে এ অঞ্চলের সকল দেশকে একযোগে কাজ করে টেকসই উন্নয়নকে নিশ্চিত করতে হবে৷ এক্ষেত্রে সকল দেশকে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করতে হবে৷ তিনি বলেন, আঞ্চলিক সমন্বয় নিশ্চিত করতে সার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া তাদের উন্নয়নকে নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগকে কাজে লাগিয়েছে৷ আগামীতে সার্কও আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

সার্কের প্রাক্তন সেক্রেটারি জেনারেল শীলকানত্ম শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে নেপালের বাণিজ্যমন্ত্রী সুনীল বাহাদুর থাপা, শ্রীলংকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোস্লাগামা বক্তব্য রাখেন৷ এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ. করিম উপস্থিত ছিলেন৷