Lava

দৈনিকবার্তা-ঢাকা,২৯অক্টোবর: হাওয়াইয়ের কিলায়ুয়া আগ্নেয়গিরির উদগিরন থেকে বের হওয়া লাভাস্রোত গ্রামের একটি বাড়িতে আঘাত করার পর ওই গ্রামের সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে৷ধীরে ধীরে অগ্রসর হওয়া লাল উত্তপ্ত ওই লাভার স্রোত মুহুর্তের মধ্যেই ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার মতো উত্তপ্ত হওয়ায় দমকল কর্মীরা তা ঠেকাতে পারছেন না বলে বুধবার বিবিসি জানিয়েছে৷কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে পাহোয়া গ্রামের দিকে এগিয়ে আসার পথে সবকিছু পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ওই লাভা স্রোত৷বিশেষজ্ঞরা জানিয়েছেন, গলিত ওই লাভা ৯শ’ সেন্টিগ্রেড তাপামাত্রা থেকেও বেশি উত্তপ্ত৷

ব্যবসায়ী মাইক মেটকাল্ফ বলেছেন, সারা জীবনের সঞ্চয় জড়ো করে ঘরবাড়ি বানিয়েছিল মানুষ৷ এখন সবকিছু হারানোর মুখে আছে তারা৷”হাওয়াই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপে অবস্থিত কিলায়ুয়া আগ্নেয়গিরিটিতে ১৯৮৩ সাল থেকেই ধারাবাহিকভাবে লাভা উদগিরন হচ্ছে৷ কিন্তু সমপ্রতি একটি নতুন জ্বালামুখ দিয়ে বিস্ফোরণসহ লাভা বের হতে থাকলে এই পরিস্থিতির উদ্ভব হয়৷লাভা স্রোতের পথে পড়ায় পাহোয়ার দুটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে৷ গ্রামের কবরস্থানটি ইতোমধ্যেই লাভার গ্রাসে চলে গেছে৷