khoka

দৈনিকবার্তা-ঢাকা,৩০অক্টোবর: বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত৷ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক বৃহস্পতিবার এ অভিযোগ গঠন করেন৷বিএনপি নেতা সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতেই সম্পদের তথ্য গোপনের মামলায় অভিযোগ গঠন করে তার বিচার শুরুর আদেশ দেয় আদালত৷ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার অভিযোগ গঠন করে এ মামলায় সাক্ষ্য শুরুর জন্য ১৬ নভেম্বর দিন ঠিক করে দেন৷

চিকিত্‍সার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান খোকা এদিন অভিযোগ গঠনের শুনানিতে ছিলে অনুপস্থিত৷তার আইনজীবী মহসিন মিয়া এক আবেদনের মাধ্যমে আদালতকে বিষয়টি জানালে বিচারক খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালানোর আদেশ দেন৷২০০৮ সালে ২ এপ্রিল রমনা থানায় দুদকের সহকারী পরিচালক শামসুল আলমের দায়ের করা এ মামলায় অবৈধভাবে ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার সম্পদ অর্জন ও সম্পদের তথ্য বিবরণীতে ৯ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে৷ওই বছরই ১ জুলাই দুদক আদালতে খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়৷

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, মামলাটি অনেকদিন উচ্চ আদালতে স্থগিত ছিল৷ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলে দিয়েছে এ মামলার বিচার চলাকালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না৷ এ কারণে তার অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হলেও তার বিরুদ্ধে কোনো পরোয়ানা জারি করা হয়নি৷