দেশের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার। আজ শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠের একটি পার্কে দ্যৗ হাঙ্গার প্রজেক্টের সাবেক উজ্জীবকদের আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে আমাদের সময়ের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রথম ধাপের উপজেলা নির্বাচন কেমন হলো, জানতে চাইলে বদিউল আলম মজুমদার বলেন, ‘দূর্ভাগ্যবশত আমাদের নির্বাচনটা এখন নির্বাসনে চলে গেছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অসন্তোষজনক।’

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘মানুষ এই নির্বাচন ব্যবস্থার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। যারা নির্বাচন পরিচালনা করছেন, নির্বাচন কমিশন থেকে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পক্ষপাতদুষ্টতার জন্য মানুষ হতাশ। তাদের মধ্যে অনেকের এ ধারণা জন্মেছে যে, চাইলেই তারা ভোট দিতে পারবে কি না, কিংবা ভোট দিতে পারলেও সঠিকভাবে হবে কি না? এই যে হতাশা, নিরাশা, আস্থাহীনতা, তার ফলে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে।’

সুজন সম্পাদক বলেন, ‘এ থেকে উত্তরণ দরকার। কারণ, বাংলাদেশ স্বাধীন হয়েছিল মানুষের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এখন আমরা এসব থেকে যোজন যোজন দূরে।’

ড. মজুমদার বলেন, ‘সময় এসেছে, আমাদের নির্বাচনের ওপর যে আস্থাহীনতা, মানুষের অধিকার হরণের যে প্রচেষ্টা, এর অবসান করার। এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।’