Muntri_sm_522244158

দৈনিকবার্তা-ঢাকা,৩ নভেম্বর: মন্ত্রিসভার বৈঠকে ২০১৫ সালের জন্য ২২ দিন সরকারি ছুটির অনুমোদন দেয়া হয়েছে৷তালিকা অনুযায়ি ধর্মীয় ও বিভিন্ন দিবস মিলিয়ে সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৫ দিন ছুটি ধরা হয়েছে৷ তবে এরমধ্যে ১২ দিনই থাকবে সাপ্তাহিক ছুটি৷ তবে ঈদে মিলাদুন্নবী পালিত হবে জানুয়ারি ও ডিসেম্বরে দুবার৷প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়৷

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সরকারি ছুটির মধ্যে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধমর্ীয় অনুষ্ঠান উপলক্ষে ১৫ দিন সাধারণ সরকারি ছুটি এবং অবশিষ্ট ৮ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি পালিত হবে৷অবশ্য ১৫ দিন সরকারি ছুটির মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটি অনত্মভর্ুক্ত থাকবে৷

মন্ত্রিপরিষদ সচিব বলেন, হিজরী ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে ২০১৫ সালে ঈদে মিলাদুন্নবীর ছুটি হবে দুই দিন, যথাক্রমে ৪ জানুয়ারি ও ২৪ ডিসেম্বর৷বৈঠকে বিভিন্ন প্রকল্পে বিদেশী মঞ্জুরীর প্রতিশ্রুতি ও ভাবমুক্তির বিষয় অবহিত করা হয়৷ এতে বলা হয় এখনো ১৯.৩ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতিতে পাইপলাইনে রয়েছে৷

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যনত্ম দাতাদের কাছ থেকে ৮৬.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে৷এরমধ্যে বিভিন্ন প্রকল্পে ৬৭.৫৯ বিলিয়ন মার্কিন ডলার ব্যবহৃত হয়েছে৷এছাড়া, পাইপলাইনে থাকা বৈদেশিক অলস ঋণ ছাড় করতে প্রকল্পের মেয়াদ ছোট করার চিন্তাভাবনা করছে সরকার উল্লেখ করে এতে ৬ বছর মেয়াদের প্রকল্প ৪ বছর করার উদ্যোগ নেয়া হয়েছে

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাওয়া বৈদেশিক অর্থ সহায়তার ১৯.৩ বিলিয়ন ডলার এখনও অলস পড়ে আছে৷তিনি আরো বলেন, প্রকল্পে জনবল নিয়োগ, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন সহযোগীদের সহায়তা পাওয়াসহ নানা জটিলতায় প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় অলস ঋণের পরিমান বাড়ছে৷ এ অর্থ ছাড় করতে ৬ বছর মেয়াদী প্রকল্প ৪ বছরে বাস্তবায়ন করতে চায় সরকার জানান তিনি৷