সুরঞ্জিত

দৈনিকবার্তা-ঢাকা,১০নভেম্বর: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত এমপি কামারম্নজ্জামানের ফাঁসি সম্পর্কে আদালতের রায় নিয়ে কোন মনত্মব্য না করার পরামর্শ দিয়ে বলেছেন, আদালতের রায় নিয়ে কারো বাগাড়ম্ভর করা উচিত নয়৷ আদালতের কাজ আদালতকে করতে দেয়া উচিত৷তিনি সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত শহীদ নূর হোসেন দিবস ও চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন৷

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নেতা হুমায়ুন কবীর মিজি, হারুন-উর-রশীদ চৌধুরী, মিনহাজ উদ্দিন ও আবদুল হাই কানু প্রমুখ৷সুরঞ্জিত সেন গুপ্ত আরো বলেন, যুদ্ধাপরাধীদের ব্যাপারে সবের্াচ্চ আদালতের রায়ের উপর রিভিউ করার কোন বিধান নেই৷ যারা এ রায় নিয়ে কথা বলছেন তা মোটেও উচিত নয়৷ আদালতের রায় কার্যকর না হওয়া পর্যনত্ম ধৈর্যের সাথে অপেক্ষা করার জন্য তিনি পরামর্শ দেন৷

সুরঞ্জিত সেন গুপ্ত সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে একজন আইনজীবীর রীট আবেদন সম্পর্কে বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বাহাত্তরের সংবিধান হুবহু পুনর্বহাল করা হয়েছে৷তিনি বলেন, ‘৭২ সংবিধান কার্যকর হলে আদলতের বিচারকদের মর্যাদা অনেকগুণ বেশি বৃদ্ধি পাবে৷ তিনি নূর হোসেন দিবসের স্মৃতিচারণ করে বলেন, এই দিন আমি প্রত্যক্ষ করেছিলাম নূর হোসেন নিজেকে উত্‍স্বর্গ করে কিভাবে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রকে মুক্ত করে দিয়ে গেছেন৷ যার সুফল আজ দেশের জনগণ ভোগ করছে৷এদিকে, নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে উপস্থিত না হয়ে বসিয়ে রাখার প্রতিবাদে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের অনুষ্ঠান বয়কট করেন বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিকরা৷

জানা যায়, সোমবার বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘শহীদ নূর হোসেন দিবস ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সুরঞ্জিতের৷ আর প্রধান অতিথির বক্তৃতা করার জন্য সময় নির্দিষ্ট ছিল সকাল ১১টায়৷ কিন্তু তিনি যথাসময়ে না এসে অনুষ্ঠানে আসেন দুপুর ১টা ২৪ মিনিটের দিকে৷ তিনি এরকম দেরি সবসময়ই করেন বলে অনেক সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেন৷ অধিকাংশ সাংবাদিক তার অনুষ্ঠানে আসার পূর্বেই অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান৷ তবে গুটিকয়েক সাংবাদিক অনুষ্ঠানস্থলে থেকে যান৷

পরে তিনি অনুষ্ঠানে এসে বলেন, সময় ক্ষেপণের ব্যাপারে অমার্জনীয় কাজ করেছি৷ আমি অসুস্থ মানুষ৷ আশা করি আপনারা ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷পরে প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত কামারুজ্জামানের রায়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন৷