du-new

দৈনিকবার্তা-ঢাকা, ১১নভেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষাদেয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছে ভর্তিচ্ছু আন্দোলনকারীরা৷মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভর্তিচ্ছু আন্দোলনকারীদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়৷

সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এবং এর পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে৷এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কবি নজরুল ইসলাম কলেজের ছাত্র সালমান খান, আহমেদ সাগর, সিটি কলেজের আব্দুল্লাহ আল মামুন, ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের রিয়াজুল ইসলাম, আহসান হাবিব প্রমুখ৷উল্লেখ্য, গত ১৪ অক্টোবর দ্বিতীবার ভর্তি পরীক্ষা দেয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর থেকেই আন্দোলন করে আসছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা৷

লিখিত বক্তব্যে কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থী সালমান খান বলেন, বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা যেখানে উন্মুক্ত, সেখানে আমাদের দেশে সেটা বরাবরই বন্ধ করার চেষ্টা করা হচ্ছে৷শিক্ষায় মেধা অপেক্ষা অধ্যবসায়ের গুরুত্ব অনেক বেশি৷ তাই কেউ অধ্যবসায়ে যোগ্যতা অর্জন করতে পারলে তার বিশ্ববিদ্যালয়ে ভতির্র সুযোগ থাকা উচিত৷সংবাদ সম্মেলনে দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দের পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়৷