Dudok-Picture-30-04-14-A

দৈনিকবার্তা-ঢাকা, ২৩নভেম্বর: রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে৷ এজন্য রাজনৈতিক দলগুলোকেও দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে৷ তারা বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে দুর্নীতি দমনে বড় ভূমিকা রাখতে পারে৷ কোনো দল যাতে দুর্নীতিবাজদের স্থান না দেয়, আলোচনা সভায় এমন আহ্বান জানানো হয়৷

রোববার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন৷ গত ২১ নভেম্বর ছিল দুর্নীতি দমন কমিশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী৷ তবে সেদিন সাপ্তাহিক ছুটি থাকায় রোববার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান৷প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মানুষের লোভের সীমা অতিরিক্ত হওয়ায় দুর্নীতি বর্তমানে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে৷ লোভ কমলে দুর্নীতিও কমবে৷

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে দুর্নীতি অনেকাংশে কমবে৷ দুর্নীতি এমন একটি সামাজিক ব্যধি, যা প্রতিকার করতে হলে সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে৷ পরিবার থেকে দুর্নীতি করতে বাধা দেওয়া হলে দুর্নীতি রোধ করা যাবে৷ এ জন্যই দুর্নীতি প্রতিরোধে পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে৷আনিসুজ্জামান বলেন, দুর্নীতিবাজরা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সেকেন্ড হোম’ তৈরি করছে৷ এ সব থেকে পরিত্রাণের জন্য মানুষ দুদকের দিকে তাকিয়ে রয়েছে৷

তিনি বলেন, দুদকের সামাজিক দায়িত্ব রয়েছে৷ দুদক একদিন এমন স্থানে পৌঁছাবে, যখন দুর্নীতিবাজ সব মানুষ দুদককে দেখে ভয় করবে৷ দুদকের আগামী দিন আরও উজ্জ্বল ও ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷বর্তমান কমিশন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী দাবি করে অনুষ্ঠানের বিশেষ অতিথি দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীদের এর আগে কখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি; এবারই প্রথম৷ তারা নিজেরা দুদকে হাজির হয়ে বক্তব্য দিয়েছেন৷ দুর্নীতির ইতিহাস অনেক পুরনো৷ এটা একেবারে মুছে ফেলা সম্ভব নয়৷ তবে একটা সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা চেষ্টা করছি৷

দুর্নীতি দমন কমিশন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক বলে মন্তব্য করেন সংস্থার চেয়ারম্যান এম বদিউজ্জামান৷অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার (খালেদা) বক্তব্য রাজনৈতিক৷ দুদক রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করে না৷দুদক চেয়ারম্যান বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দুদকের সমালোচনা করা ঠিক নয়৷ সমালোচনা গঠনমূলক হওয়া উচিত্‍৷সমপ্রতি কিশোরগঞ্জে বিএনপির এক জনসভায় খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশনকে দায়মুক্তির কমিশন আখ্যায়িত করেন৷খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুটি মামলার কার্যক্রম বর্তমানে চলছে৷

এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার ছেলে তারেক রহমান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধেও দুদকের মামলা চলছে৷অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের মধ্যে দুদকের মামলার আসামির তালিকায় রয়েছে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এবং সংসদ সদস্য আব্দুর রহমান বদির নাম৷

বদিউজ্জামান বলেন, দুদক কাজ করছে বলেই এতো কথা হচ্ছে৷ আমরা শুধু বিএনপি নয়, সরকারি দলের মন্ত্রী এমপিদের বিরুদ্ধেও অনুসন্ধান করছি, মামলা করছি৷ এটা অতীতে কখনোই ঘটেনি৷ বর্তমান কমিশন এটা করে দেখিয়েছে৷দুদকের অনুসন্ধানে যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধেই ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন৷

রাজশাহীর সাংসদ এনামুল হকের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে দুদকের দুই কমিশনারের মতপার্থক্যের বিষয়ে পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় চেয়ারম্যান বলেন, মতপার্থক্য থাকতেই পারে৷ তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি৷কমিশন চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তবেই দুর্নীতি দূর করা সম্ভব হবে এবং পৃথিবীর দুর্নীতিমুক্ত ১০ দেশের মধ্যে আমরা থাকতে পারবো৷ এ ক্ষেত্রে সর্বস্তরের জনগণের সহযোগিতা দরকার৷

তিনি বলেন, দুদককে দায়মুক্তির কমিশন বলা উদ্দেশ্যপ্রণোদিত৷ দুদককে যারা দায়মুক্তির কমিশন বলছেন, তারা উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে বলছেন৷ এটা দুদকের প্রতি অবিচার৷সভাপতির বক্তব্যে দুদক সচিব মো. মাকসুদুল হাসান খান বলেন, বর্তমান কমিশন কাজ করছে৷ কাজ না করলে সমালোচনা হতো না৷ আগামীতে আমরা জনগণের প্রত্যাশা পূরণে আরো সামনের দিকে এগিয়ে যাবো৷

অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদসহ ঊধর্্বতন কর্মকর্তারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন৷ সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন করে,বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর দুদকের কর্মকর্তারা দুর্নীতির বিরুদ্ধে শপথবাক্য পাঠ করেন৷