thailand news limon_45037

দৈনিকবার্তা-ঢাকা, ,২৭ নভেম্বর: থাইল্যান্ডের অর্থমন্ত্রী সোম্মাই পাসী বলেছেন, দেশটির নির্বাচন ২০১৬ সালের মাঝামাঝি পর্যনত্ম বিলম্ব হতে পারে৷ সামরিক কর্মকর্তারা যেকোন সময় সামরিক আইন তুলে নেয়ার বিষয়টি নাকচ করে দেয়ার কয়েকদিন পর তিনি এ কথা জানালেন৷

এর আগে প্রধানমন্ত্রী প্রাউথ চ্যান-ওচা বলেছিলেন, তার সরকার ২০১৫ সালের অক্টোবর নাগাদ নতুন করে নির্বাচন করবে বলে আশা করছে৷ ছয় মাস আগে এক সামরিক অভু্যত্থানে ক্ষমতা দখলের পর তিনি একথা বলেন৷ এদিকে দেশে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনতে আনত্মর্জাতিক মহল তার প্রতি আহবান জানিয়েছে৷

বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে সোম্মাই বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর গত সপ্তাহে আলোচনা হয়েছে৷ এসময় তিনি নির্বাচন কমপক্ষে ১৮ মাস বিলম্ব হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন৷

জানত্মা প্রধান ও প্রধানমন্ত্রী দেশের অনেকদিনের রাজনৈতিক অস্থিরতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন৷ দেশে এ রাজনৈতিক অস্থিরতায় প্রায় ৩০ জন প্রাণ হারায়৷ উলেস্নখ্য, গত ২২ মে দেশটিতে সামরিক অভু্যত্থান ঘটে৷