1417879796_Untitled-14.jpg

দৈনিকবার্তা-ঢাকা, ৬ ডিসেম্বর: হলমার্কের ঋণ কেলেঙ্কারির জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবিএম মির্জা আজিজুল ইসলাম বলেছেন, আমাদের দেশে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনেক দুর্বলতা রয়েছে৷ এসব প্রতিষ্ঠাগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের (বাংলাদেশ ব্যাংক) তদারকির অভাব রয়েছে৷ এর কারণে হলমার্কের মতো বড় ধরনের ঋণ কেলেঙ্কারি ঘটেছে৷

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং এসপিজে আয়োজিত কর্পোরেট গভমেন্ট অ্যান্ড ট্যান্সপারেন্সি অব দ্যা লিস্টেট কোম্পানি শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এ কথা বলেন৷

মির্জা আজিজুল ইসলাম বলেন, ঋণ গৃহীতারা ঋণ নেয়ার ক্ষেত্রে যতটা আন্তরিক ঋণ পরিশোধের ক্ষেত্রে ততটা আন্তরিক নয়৷ যারা ঋণ দেয় তাদের উচিত্‍ ঋণ গৃহীতার বিষয়ে সঠিক তথ্য নেয়া৷ কি উদ্দেশ্য ঋণ নিচ্ছেন, ঋণের সঠিক ব্যবহার করছে কি না এসব বিষয়ে তদারকি করা৷

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, আমাদের দেশের অধিকাংশ কোম্পানি পারিবারিক কোম্পানি৷ এসব কোম্পানিতে যারা ব্যবস্থাপনার দায়িত্বে তারা স্বাধীন পরিচালককে সহজে মেনে নিতে চায় না৷ স্বাধীন পরিচালককে তারা বোঝা মনে করেন৷ এ কারণে প্রতিষ্ঠানিক সুশাসন সঠিকভাবে পালন হয় না৷

ডিএসপির পরিচালক সাকিল রেজভি বলেন, শেয়ার বাজারে ভালো করার পূর্ব শর্ত হচ্ছে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করা৷ এছাড়া যারা তালিকাভুক্ত রয়েছে তাদের সুশৃঙ্খলার মধ্যে আনতে পারলে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব হবে৷

ডিএসসিসির কমিশনার আরিফ খান বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বাধীন পরিচালকের নামে যে পদটি রয়েছে তারা কি আজও স্বাধীন? পারিবারিক কোম্পানিগুলো তাদের ইচ্ছা মতো পরিচালক নির্বাচন করে৷ তাই স্বাধীন পরিচালক নির্বাচনের পরিবর্তন আনতে হবে৷

অনুষ্ঠানে বিএমবিএর সভাপতি তানভীর চৌধুরীর সভাপতিত্বে এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিএমবিএর সহ-সভাপতি মনিরুজ্জামান, এম বাংলাদেশ লিমিটেটের এমডি ইয়ার সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন৷