untitled-4_99082

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ডিসেম্বর: চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম চারমাসে বিগত ২০১৩-১৪ অর্থ বছরের একই সময়ের তুলনায় রাজস্ব সংগ্রহ ১৪ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপাত্ত অনুসারে, রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠানগুলো চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর মাস পর্যনত্ম ৩৮ হাজার ৫ কাটি ৮১ লাখ টাকা আদায় করেছে৷ যা বিগত অর্থ বছরের তুলনায় ১৪ দশমিক ২৪ শতাংশ বেশি৷

বিগত অর্থ বছরের একই সময়ে এর পরিমান ছিল ৩৩ হাজার ২৬৯ কোটি ১৭ লাখ টাকা৷এনবিআর সূত্রে জানা যায়, দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান থাকায় এবং ব্যবসা-বাণিজ্য ভালো হওয়ায় মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় বৃদ্ধি পাওয়াতে রাজস্ব আদায় বেড়েছে৷ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থ বছরে (২০১৫) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে একলাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা৷