a57ac6cc4634de37e8dadb97085adf97-hartal

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ ডিসেম্বর: গাজীপুরে সমাবেশ করতে না দেওয়াসহ গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট৷শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের মহাসচিবদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ এ সময় জামায়াতে ইসলামী ছাড়া ২০-দলীয় জোটের অন্য মহাসচিবেরা উপস্থিত ছিলেন৷ছাত্রলীগের প্রতিরোধের ঘোষণায় ১৪৪ ধারা জারির পর জনসভা করতে না পেরে শনিবার গাজীপুরে হরতাল ডেকেছিল ২০ দল৷ একইসঙ্গে সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদ, দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের আটক ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়৷

অ্যাম্বুলেন্স, মিডিয়ার গাড়ি ছাড়াও জরুরি সেবাসমুহের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল৷বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি, আজকের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার প্রতিবাদ, গাজীপুরের জনসভা বানচাল এবং ১৪৪ ধারার মধ্যেই ক্ষমতাসীনদের মিছিল, বিক্ষোভের দ্বৈত নীতির প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে৷বিএনপির পক্ষ থেকে চার বছরের শিশু জিহাদের মর্মান্তিক মৃতু্যর ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০ দলের একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ কথা ছিল, ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷তবে ১৫ ডিসেম্বর লন্ডনে একটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার উল্লেখ করে বক্তব্য দিলে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন৷

hortal5_392579390

তারেকের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া আসে আওয়ামী লীগ থেকে৷ তারেকের নামে প্রায় তিন ডজনের মতো মামলা হয় সারাদেশে৷ ছাত্রলীগ ঘোষণা দেয়- তারেক রহমান ওই বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা না চাইলে গাজীপুরে খালেদা জিয়ার জনসভা প্রতিহত করা হবে৷ একইসঙ্গে ওই মাঠেই একই দিনে প্রতিবাদ সমাবেশেরও ডাক দেয় ছাত্রীগ৷

বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি এমন ঘোষণার রাজনৈতিক অঙ্গনে দেখা যায় উত্তেজনা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে গাজীপুর জেলায়৷বিএনপি তাত্‍ক্ষণিকভাবে অভিযোগ করে, জনসভা ভণ্ডুল করতেই পরিকল্পিতভাবে ছাত্রলীগকে দিয়ে এ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে৷

এরই মধ্যে গত বুধবার বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরাকে কেন্দ্র করে বকশিবাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও ছাত্রলীগ৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী লীগ দলীয় সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলাও চালায় বিএনপির কর্মীরা৷ পুুড়িয়ে দেয়া হয় তার ব্যবহৃত গাড়িটি৷ছবি বিশ্বাসের ওপর হামলার ওই ঘটনায় দায়ের করা মামলায় বাদী অভিযোগ আনেন, হত্যার জন্যই তার ওপর এ হামলা চালানো হয়৷শনিবার সন্ধ্যায় হরতালের কর্মসূচি ঘোষণার আগে ২০ দলের মহাসচিব পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিক হয়৷ পরে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, অ্যাম্বুলেন্স, ওষুধের গাড়ি, সংবাদপত্রের গাড়ি, ফায়ার সার্ভিস হরতালের আওতামুক্ত থাকবে৷

শাহজাহানপুরে শিশু জিহাদের উদ্ধার তত্‍পরতা নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, তার বক্তব্যে জাতি হতাশ৷ স্বরাস্ট্র প্রতিমন্ত্রীর এ ধরনের বক্তব্য দুর্ভাগ্যজনক৷শিশু জিহাদারে আত্মার মাগফিরাতও কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব৷