ershad ---1 (1)_209752

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের জনগণ অসুস্থ রাজনীতির শিকার৷ আমরা রাজনীতিবিদরা অসুস্থ৷ আমাদের চিকিত্‍সা প্রয়োজন৷শনিবার বিকেলে ভাটারা থানার পাশে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত চলমান সহিংসতা, অগি্নসংযোগ ও অরাজকতা বন্ধের দাবিতে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন৷এরশাদ বলেন, শনিবার সকল রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়ে আসলাম৷ বন্যা, সাইক্লোনের দুর্যোগে দেশ নয়, দেশ আজ ভয়াবহ রাজনৈতিক দুর্যোগে৷ আসুন আমরা সবাই এক টেবিলে বসি৷

সকল রাজনৈতিক দলের উদ্দেশে এরশাদ বলেন, আসুন একটেবিলে বসে নির্ধারণ করি কীভাবে আগামীর রাজনীতি নির্ধারিত হবে৷ আমাদের রাজনৈতিক সংস্কৃতি কেমন হবে৷ কীভাবে রাজনীতি পরিচালিত হবে৷এরশাদ আরও বলেন, ‘দুই দলের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে৷ আওয়ামী লীগ-বিএনপির অপরাজনীতি আমরা চাই না৷ এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে৷ এ জন্যই সবাইকে চিঠি দিয়েছি৷

এদিকে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশনে বসবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ৷ এ খবর জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা৷