1_57730

দৈনিকবার্তা- ঢাকা, ৩ ফেব্রুয়ারি: সার্বিক মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে এলেও বাংলাদেশে গত এক মাসে খাদ্য মূল্যস্ফীতি খানিকটা বেড়েছে৷ এর কারণ হিসাবে হরতাল-অবরোধে দেশে পণ্য পরিবহনে সমস্যার কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল৷

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে তিনি বলেন, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) বছরের প্রথম মাস জানুয়ারিতে মূল্যস্ফীতি নেমে এসেছে ৬ দশমিক ০৪ শতাংশে৷ ডিসেম্বরে এ হার ছিল ৬ দশমিক ১১ শতাংশ৷

তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে সমস্যা হওয়ায় খাদ্য মূল্যস্ফীতি ডিসেম্বরের ৫ দশমিক ৮৬ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ০৭ শতাংশ হয়েছে৷আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৬ দশমিক ৪৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ০১ শতাংশে নেমে এসেছে বলেও জানান মন্ত্রী৷সংবাদ সম্মেলনে জানানো হয়, গড় মূল্যস্ফীতিও বেশ খানিকটা কমেছে৷

২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে গত এক বছরে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ৷গত বছরের একই সময়ে অথর্্যাত্‍ ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ৷

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের টানা অবরোধের মধ্যে প্রতিদিনই যানবাহন লক্ষ্য করে নাশকতা চালানো হচ্ছে৷ এতে আমদানি করা পণ্য সীমান্ত থেকে দেশের ভেতরে আনতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি বিভিন্ন জেলায় উত্‍পাদিত শাকসব্জিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সারা দেশে সরবরাহের ক্ষেত্রেও সংকট তৈরি হয়েছে৷হরতাল-অবরোধের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে মন্তব্য করে মুস্তফা কামাল বলেন, এটা রাজনীতি না৷ এটা সন্ত্রাসী-জঙ্গি কার্যক্রম৷… যে করেই হোক এটা আমাদের বন্ধ করতে হবে৷