যশোরে  জেনারেল হাসপাতালে

দৈনিকবার্তা-যশোর, ৫ ফেব্রুয়ারি: যশোরে ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে৷ গত ১৬ দিনে এ রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে সাড়ে ৪০০ রোগী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিত্‍সা নিতে এসেছেন৷এর মধ্যে বুধবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ৪৭ রোগী ভর্তি হয়েছেন৷ বর্তমানে চিকিত্‍স্যাধীন রয়েছেন ৮৩ জন৷ বাকিরা গত কয়েক দিনে চিকিত্‍সা নিয়ে বাড়ি ফিরেছেন৷

যশোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদত্‍হোসেন বলেন, বুধবার তিনি হাসপাতাল পরিদর্শন করে রোগীদের চিকিত্‍সার খোঁজ-খবর নিয়েছেন৷চিকিত্‍সকদের ধারণা, রোটা ভাইরাসের কারণে ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে৷বুধবার রাতে হাসপাতালে গিয়ে দেখা গেছে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পাঁচ শয্যার ডায়ারিয়া ওয়ার্ড ছাপিয়ে বারান্দাসহ হাসপাতালের মেঝেতে গাঁদাগাঁদি করে রয়েছেন রোগীরা৷

এদিকে, হঠাত্‍করে একসঙ্গে এতো রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ এ অবস্থায় বাড়ানো হয়েছে চিকিত্‍সক ও সেবিকার সংখ্যা৷ জানা গেছে, ৩১ জানুয়ারি ৪১ জন, ১ ফেব্রুয়ারি ৩২ জন, ২ ফেব্রুয়ারি ৫৩ জন ও ৩ ফেব্রুয়ারি ৪৪ জন, ৪ ফেব্রুয়ারি ৪৭ রোগী ভর্তি হন৷ এছাড়া ১৯ ও ২০ জানুয়ারি ১৩ শিশুসহ ৪২ রোগী ভর্তি হয়েছিলেন৷ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শ্যামল কৃষ্ণ সাহা বলেন, ডায়ারিয়া রোগীদের সেবা দিতে পৃথক দু’টি মেডিকেল টিম গঠন করা হয়েছে৷ তারা ওয়ার্ডে দায়িত্বরত চিকিত্‍সক ও সেবিকাদের সহযোগিতা করছেন৷

৪ ফেব্রুয়ারি বিকেলে ডায়ারিয়া রোগীদের চিকিত্‍সার খোঁজ-খবর নিতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার৷ এসময় তিনি রোগীদের জন্য কলেরা স্যালাইন, বিশুদ্ধ পানি ও স্যালাইন প্রদান করেন৷