ককটেল

দৈনিকবার্তা-গাজীপুর, ২৮ ফেব্রুয়ারি: গাজীপুরে এসএসসি পরীৰা কেন্দ্রে শনিবার সকালে দূবর্ৃত্তরা চকলেট বোমার বিস্ফোরণ ঘটিয়েছে৷ এ ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার হোসেন (১৪) নামের এক যুবককে একটি চাপাতিসহ আটক করেছে৷জয়দেবপুর থানার এসআই আব্দুল হামিদ জানান, শনিবার সকালে পরীৰায় অংশ নেয়ার জন্য পরীৰার্থীরা গাজীপুর মহানগরের চান্দনা হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করে৷ পরীৰা শুরম্নর পূর্ব মুহুর্তে সকাল পৌণে ১০টার দিকে দূর্বত্তরা কেন্দ্রের পেছন থেকে সীমানা প্রাচীরের বাইরে থেকে একটি চকলেট বোমা ছুড়ে মারে৷ বোমাটি কেন্দ্রের মূল ভবনের দোতলার উত্তর পাশের একটি খোলা জানালা দিয়ে ভবনের ভিতরে খোলা জায়গায় পরে বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়৷ এতে পরীৰার্থী ও শিৰক কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়ে৷ বোমাটি লাল স্কচটেপে মোড়ানো গোলাকার বড় আকারের মার্বেলের মতো ছিল৷

পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে পরীৰা শুরম্ন হয়৷ এঘটনার পর পুলিশ পরীৰা কেন্দ্রের চতুর্দিকে নিরাপত্তা বলয় তৈরী করে আশেপালের এলাকায় তলস্নাশী চালায়৷ এসময় বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ ওই পরীৰা কেন্দ্র এলাকা থেকে বোমা বিষ্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার হোসেন (১৪) নামের এক যুবককে একটি চাপাতিসহ আটক করেছে৷এদিকে পরীৰা কেন্দ্রে বোমা বিষ্ফোরণের খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক নূরম্নল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মোসত্মফা কামাল, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন৷ ঘটনার পর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷