সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ ফেব্রুয়ারি: সড়ক,পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অকার্যকর হাতিয়ারের অতি প্রয়োগ, বিএনপি’কে রাজনীতিতে অকার্যকর দলে পরিণত করবে৷তিনি শনিবার সাভারে নিমর্ানানাধীন বিরম্নলিয়া ব্রীজের শেষ মুহুর্তের নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন৷ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও জামায়েতের ডাকা অবরোধ ও হরতালের গত ৫৪ দিনেই প্রমাণ করে যে এই হরতাল ও অবরোধ আন্দোলনের অকার্যকর হতিয়ার৷ সরকার পতন হবে নির্বাচনের মাধ্যমে৷ এছাড়া সরকার পতন হয় সরকার যদি জনগণের ইচ্ছের বিরুদ্ধে চলে এবং সারা দেশে গণবিস্ফোরণ ও গণঅভুত্থান হয়৷ কিন্তু বিএনপি’র আন্দোলনে জন বিস্ফোরণ ও গণঅভু্যত্থান দেখা যায়নি বলে তিনি উলেস্নখ করেন৷

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এবং গণঅভু্যত্থান ছাড়াই সরকারের পতন ঘটানোর মতো ক্ষমতা বিএনপির নেই৷মন্ত্রী বলেন, বিএনপি জনগণকে সম্পৃক্ত করতে না পেরে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে৷ ভূমি অফিসে হামলা চালানোয় তীব্র নিন্দা জানান তিনি৷মন্ত্রী বলেন, হরতালে বিএনপিসহ জোটের নেতাকর্মীরা তাদের অফিস, দোকান, ব্যবসা চালাচ্ছে৷ এই হরতাল হাস্যকরে রূপ নিয়েছে৷খালেদা জিয়া ক্ষমতার জন্য আন্দোলন করছেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি দেশের মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আন্দোলন করছেন৷ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে না গিয়ে নিজেদের ভুলের খেসারত হিসেবে আন্দোলনের নামে দেশের গরীব মানুষকে পুড়িয়ে মারছেন৷

এটাকে আন্দোলন বলা যায় না৷বিএনপির সময় আমরাও আন্দোলন করেছি উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনেরা (বিএনপি) আন্দোলন করার জন্য কোথায়ও এক হাজার লোক নিয়ে মিছিল করেন নাই৷সাধারণ মানুষ হত্যা করে কোনো আন্দোলন সফল করা যায় না উল্লেখ করে তিনি আরো বলেন, এই দেশের মানুষকে ভালোবেসে হত্যার রাজনীতি বন্ধ করুন৷এ সময় মন্ত্রী আব্দুল্লাহপুর-্বাইপাইল মহাসড়ক ফোর লেনে উন্নত করনের কথা জানান৷সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা-১৬ আসনের সংসদ ইলিয়াস উদ্দিন মোলস্না, পিয়াংঙ্কা গ্রুপের চেয়ারম্যান সজল আহাম্দে ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উধর্্বতন কর্মকতর্ারা এসময় উপস্থিত ছিলেন৷