সুব্রামানিয়াম জয়শঙ্কর
দৈনিকবার্তা-ঢাকা, ০২ মার্চ ২০১৫ : ভারতের সফরত পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর আজ বলেছেন, তাঁর বাংলাদেশী প্রতিপক্ষ মো. শহীদুল হকের সাথে খুবই ফলপ্রসু এবং গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি জানান, আলোচনায় বিভিন্ন দ্বিপাক্ষিক, উপ-আঞ্চলিক ও সার্ক সংক্রান্ত বিষয়াবলী স্থান পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বিকেলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে জয়শঙ্কর বলেন, ‘আমাদের আলোচনা খুবই সফল ও ফলপ্রসু হয়েছে। আমরা আরও সহযোগিতা চাই’। পরে পৃথক এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, দায়িত্ব গ্রহণের পর তাঁর ভারতীয় প্রতিপক্ষের এ সংক্ষিপ্ত শুভেচ্ছা সফর দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সম্পর্কগুলো নিয়ে গভীরতর ও বিস্তৃত পরিসরে আলোচনার সুযোগ সৃষ্টি করেছে। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে গভীর ও বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলেন, এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। তিস্তা ইস্যু সম্পর্কে তিনি বলেন, বহুল আকাক্সিক্ষত তিস্তার পানি বন্টন চুক্তি সম্পর্কে ঢাকার উদ্বেগ সম্পর্কে ভারতের কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের ব্যাপারে খুবই আশাবাদি।

উপ-আঞ্চলিক সহযোগিতা সম্পর্কে শহীদুল হক বলেন, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পানি, বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ সম্পর্কিত বিষয়াবলীও আলোচিত হয়েছে। তিনি জানান, এ অঞ্চলের উন্নয়নে সার্ক ও বিমসটেক সম্পর্কিত বিষয়াবলী নিয়েও ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর সম্ভাব্য সম্পর্কে পররাষ্ট্র সচিব কোন নির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ না করে বলেন, ‘শিগগিরই মোদীর বাংলাদেশ সফরের ব্যাপারে আমরা আশাবাদি’। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাই আমরা বলতে পারি, যথাসময়েই এই সফর অনুষ্ঠিত হবে।’ তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা- বাণিজ্য সম্প্রসারণ ও বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারেও তাদের মধ্যে আলোচনা হয়েছে। পরে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে, চারদেশীয় সৌজন্য সফর ‘সার্ক যাত্রা’র অংশ হিসেবে আজ দুপুর ১১ টা ৪৫ মিনিটে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর ভুটান থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক তাঁকে স্বাগত জানান। সুব্রামানিয়াম জয়শঙ্কর পাকিস্তানের উদ্দেশে আগামীকাল ঢাকা ত্যাগ করবেন। ৪ মার্চ তিনি আফগানিস্তান সফরে যাবেন।