Thakurgaon Anudan Pic

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ০৩ মার্চ: পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করে চলেছে। অরাজকতা করে কখনও মানুষের মঙ্গল করা যায়না।তিনি আজ মঙ্গলবার সকালে শহরের কলেজপাড়াস্থ তাঁর নিজ বাসভবনে আখানগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ কালে উপরোক্ত কথা বলেন।সদর উপজেলার আখানগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৭জন ব্যবসায়ীর মাঝে নগদ ১ লক্ষ ২৫ হাজার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, চিলারং ইউপি মেম্বার রেজাউল ইসলাম রেজা প্রমুখ।তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পরস্পর পরস্পরের সাথে যদি সবসময় বিরোধ লেগে থাকে তাহলে দেশের উন্নয়ন হবে না। তাই তিনি সবাইকে আন্তরিকতার সাথে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।উল্লেখ্য, ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর রাতে বিএনপি-জামায়াত সমর্থকরা সদর উপজেলার আখানগর বাজারে বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেয়। এতে অর্ধকোটি টাকার মালামাল ভষ্মিভূত হয়।