05-03-2015

দৈনিকবার্তা-পাঁচবিবি (জয়পুরহাট), ৫ মার্চ: পাঁচবিবি কয়া সীমানত্মে বাংলাদেশ-ভারত সীমানত্মে শূণ্য রেখা অবৈধ অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রানত্ম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিজিবি কয়া কোম্পানী ক্যাম্পের সীমানত্ম এলাকায় স্থানীয় গন্যমান্য সুধী ব্যবসায়ী, শিৰক, ছাত্র, জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয৷

জয়পুরহাট বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অফস্ অফিসার মেজর নাসির ইমাম রম্নমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারম্নক, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, থানা তদনত্ম কর্মকর্তা ফরিদ হোসেন, মেজর রবি, ইউপি মেম্বার মজনু, আজিজুল, সৈয়দ, শিৰক মাহবুব, কৃষক আব্দুল কুদ্দুস, বালিঘাটা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যৰ মাওঃ জয়নুল আবেদিন, কাদেরিয়া পাড়া জামে মসজিদের ইমাম প্রমূখ৷ সভা শেষে ভারতীয় বিএসএফ’র সঙ্গে সীমানত্ম শূণ্য রেখায় বিভিন্ন বিষয়ে এক সহার্দপূর্ণ আলোচনায় মিলিত হন৷