Bernicat

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ মার্চ: বাংলাদেশকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট৷বৃৃস্পতিবার দুপরে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচার অ্যান্ড এঙ্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ভবনে তৈরি পোশাক খাতের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন৷ বার্নিকাট বলেন, লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে৷তার মধ্যে কারখানা অবকাঠামো ও নিরাপত্তা, শ্রমিক আইনের প্রয়োগ, জ্বালানি সমস্যা, বন্দর সমস্যা, আন্তর্জাতিক সমপ্রদায়ের গ্রহযোগ্যতা এবং রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা অন্যতম৷ এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে বাংলাদেশ অবশ্যই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে৷ আর এজন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ যে সহযোগিতা চাইবে তা করা হবে৷ তবে তিনি তার বক্তব্যে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ট্রাজেডির পর স্থগিত হওয়া জিএসপি সুবিধার বিষয়ে কোনো মন্তব্য করেননি৷ পরে বেলা দেড়টার দিকে বিজিএমইএর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের সঙ্গে শিল্পের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনায় বসেন বার্নিকাট৷ সাংবাদিকদের সঙ্গে আলাপের শুরুতে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম একটি তথ্যচিত্রের মাধ্যমে স্বাধীনতার পর থেকে বর্তমান সময়ে দেশের তৈরি পোশাক খাতের পরিস্থিতি এবং আন্তর্জাতিক অবস্থান তুলে ধরেন৷এসময় তিনি বাংলাদেশের সঙ্গে ভিয়েতনাম, ভারত, পাকিস্তানের প্রতিদ্বনি্দ্বতা চলছে বলে জানান৷ ইতোমধ্যে পাকিস্তানের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার বিষয় এবং বাংলাদেশের জিএসপি স্থগিতের বিষয়টি আতিকুল ইসলাম তথ্যচিত্রে তুলে ধরেন৷বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বর্তমান কমিটির সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম, রিয়াজবিন মাহমুদসহ অন্যান্য নেতারা এসময় উপস্থিত ছিলেন৷