nipro_505949222

দৈনিকবার্তা-ঢাকা, ১২ মার্চ: জাপানের সহযোগিতায় মানসম্মত চিকিত্‍সা সেবা দিয়ে যাচ্ছে রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠিত নিপ্রো জেএমআই ডায়ালাইসিস সেন্টার৷বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মঙ্গলবার পান্থপথের নিজ সেন্টারে আয়োজিত মানসম্মত ডায়ালাইসিস চিকিত্‍সা প্রদান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির মেডিকেল ডিরেক্টর ডা. নাসিম মুসা৷

তিনি বলেন, আমাদের ডায়ালাইসিস সেন্টারটি অন্য সব ডায়ালাইসিস সেন্টার থেকে আলাদা৷ এ সেন্টারে ১৫ থেকে ২০ ধরনের ডায়ালাইজার রয়েছে, এক এক রোগীকে এক এক ডায়ালাইজার দিয়ে ডায়ালাইসিস করে থাকি৷

ডা. নাসিম মুসা বলেন, ডায়ালাইসিসের জন্য সবচেয়ে বেশি দরকার হয় ‘আরও’ মেশিন৷ আমাদের আরও মেশিনটি ‘ডাবল এআরও’ সিস্টেম৷ যা বাংলাদেশের অন্য কোনো ডায়ালাইসিস সেন্টারে নেই৷

ভালো মানের ডায়ালাইসিস সেবা পেতে ভালো মানের ডায়ালাইসিস সেন্টার নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো মানের ডায়ালাইসিস সেন্টার নির্বাচন করার সময় প্রথমেই দেখতে হবে বিশুদ্ধ ও আধুনিক পদ্ধতিতে শোধিত পানি সরবরাহের ব্যবস্থা আছে কিনা, ভালো মানের ডায়ালাইজার, ডায়ালাইসিস প্রদানে কর্মীরা দক্ষ কিনা, পৃথক পজেটিভ ইউনিট আছে কিনা, হেপাটাইটিস বি, সি, এবং বি, সি উভয়ের ক্ষেত্রে পৃথক ডায়ালাইসিস মেশিন আছে কিনা, ডায়ালাইসিসের খরচাবলী সাধ্যের মধ্যে কিনা এবং আধুনিক ও উন্নত চিকিত্‍সা পদ্ধতির সঙ্গে পরিচয় করানো ও উপদেশ প্রদান ইত্যাদি বিষয়৷

এসবের প্রতিটিই নিপ্রো জেএমআই ডায়ালাইসিস সেন্টারে রয়েছে বলে জানান ডা. নাসিম মুসা৷

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেএমআই গ্রুপের জেনারেল ম্যানেজার এসকে আব্দুল হালিম, জেনারেল ম্যানেজার (অপারেশন) মমতাজ উদ্দীন আহমেদ, জেনারেল ম্যানেজার (হেড অব এইচআর) মো. আলী হোসেন, অ্যাডভাইসর এমকে রাজেক প্রমুখ৷