DoinikBarta_দৈনিকবার্তা court

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ এপ্রিল: সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট পিটিশন রোববার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ গত ১ এপ্রিল এ রিট আবেদন দায়ের করেছিলেন। রিটে সিটি কর্পোরেশন নির্বাচন আইন ২০১০ ও ২০১১ (সংশোধিত) -এর কয়েকটি ধারা চ্যালেঞ্জ করা হয়।বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট খারিজের এ আদেশ দেয়।ড. ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আদালত বলেছে, ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভক্ত করার বিষয়ে ২০১১ সালে করা একটি রিট মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। কাজেই একই বিষয়ে আরেকটি রিট হতে পারে না। তাই আদালত রিট আবেদনটি খারিজ করে দেয়।