Gazipur-(3)-06 April 2015-Train Derailed-1

দৈনিকবার্তা-গাজীপুর, ৬ এপ্রিল: গাজীপুরে রবিবার দিবাগত রাতে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে সকল ট্রেন চলাচল প্রায় ৭ ঘন্টা বন্ধ ছিল। পরে ঢাকা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে দূর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করার পর সোমবার সকালে ট্রেন চলাচল শুরু হয়।

পুবাইল রেলওয়ে স্টেশনের মাস্টার তহুরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলরুটে গাজীপুর মহানগরের পূবাইল ও কালীগঞ্জ উপজেলার আড়িখোলার মাঝামাঝি কালীগঞ্জ উপজেলায় (রেলওয়ে ২৮৭ কিলোমিটার) শিমুলিয়া নলছাটা এলাকায় রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে চট্রগ্রামগামী একটি কন্টেইনারবাহী একটি ট্রেনের মাঝখানের দুইটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় ভৈরবের আশে-পাশের স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ও চট্টগ্রাম মেইল এবং টঙ্গী স্টেশনে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে সোমবার সকালে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি ৮টা ৫০মিনিটে সরিয়ে নেয়ার পর ৯টা ৫মিনিটের দিকে ওই রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়। দীর্ঘদিন প্রয়োজনীয় রক্ষনাবেক্ষণ না করায় বৃষ্টিতে রেল লাইনের মাটি নরম হয়ে রেল লাইনের পাথর সরে যায়। অনেক স্থানের স্লিপার ভেঙ্গে গেছে। একারণে রেল লাইন দেবে গিয়ে ওই দূর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।