47536_1দৈনিকবার্তা- যশোর, ১১ এপ্রিল: বেনাপোল দৌলতপুর সীমানত্মে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত ও একজন আহত হয়েছে৷ নিহত যুবক আকু(২১)বেনাপোল পুটখালি গ্রামের আজিজুল ইসলামের ছেলে ও মনির হোসেন শানত্ম (৪২)ঝিনাইদাহ এলাকার আব্দুস সাত্তারের ছেলে৷ পোট থানা পুলিশ নিহতের লাশ ্উদ্ধার করেছে৷ তার শরীরে অসংখ্য স্প্রিটারের চিহ্ন রয়েছে৷ আহত যুবক যশোরে চিকিত্‍সাধীন বলে স্থানীয়রা জানিয়েছেন৷ নিহত শানত্ম পুটখালি গ্রামের ঘর জামাই থাকত ৷ সে ঐ গ্রামের দাউদ আলীর জামাই৷ নিহতের স্ত্রী আশু জানায় শুক্রবার বিকালে তারা দুজন গরম্নর ভুড়ি বাজারে বিক্রি করে আর বাড়ী ফেরেনি৷ লাশ হয়ে ফিরল ৷

পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার ভোররাতে বেনাপোল পোটথানাধীন দৌলতপুর সীমানত্ম দিয়ে ভারতের ঘুনারমাঠ এলাকায় প্রবেশকালে বিএসএফ বাংলাদেশী গরম্ন রাখালদের উপর কয়েক রা্উন্ড গুলি বর্ষন করে৷ গুলিতে আহত যুবকরা দৌড়ে এপারে চলে আসে৷ আহত যুবকদের সঙ্গিরা তাদেরকে উদ্ধার করে চিকিত্‍সার জন্যে নাভারনের উদ্দেশ্য রওনা হয়৷ পথিমধ্যে কাগজপটুকুর নামক স্থানে মারা যায় শানত্ম ও নাভারন হাসপাতালে মারা যায় এয়াকুব আলী আকু৷ পুলিশ লাশ উদ্ধার করেছে৷ যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায় লেঃ কর্নেল জা্হাঙ্গীর হোেেসন ঘটনার সত্যতা স্বীকার করেছেন৷