Gazipur-(4)- 18 April 2015-NU (Degree Exam Start)

দৈনিকবার্তা-গাজীপুর, ১৮ এপ্রিল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শনিবার দুপুর হতে শুরু হয়েছে। সারাদেশের ১ হাজার ৬৮৩টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ১১৭ জন পরীক্ষার্থী ৬৮৩ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার প্রথম দিনে ইংরেজী (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ ঢাকা মহানগরের সিদ্ধেশ^রী ডিগ্রী কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ এবং শেখ বোরহান উদ্দিন কলেজ কেন্দ্রের পরীক্ষা পরিদর্শন করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম শনিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।