lakshmipur atok pic_30086

দৈনিকবার্তা-লক্ষ্মীপুর, ২৮ এপ্রিল: লক্ষ্মীপুর সদর উপজেলা ভোলা-চট্রগ্রাম মজুচৌধুরীহাট সড়কের শাকচর ইউনিয়নের কাদিরা গোজা এলাকা থেকে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল ঘোষ পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ১টি পিকআপ ভর্তি গলদা চিংড়ি জব্দ করে। এসময় ৪ জেলেকে আটক করে পুলিশ। আটক জলেরো হলেন, আলতাফ মজুমদার (৩৫), সালাউদ্দিন (২২), আক্তারুজ্জামান (২৭) ও মোঃ আব্দুল কাদের। আজ সোমবার দুপুরে জব্দ করা চিংড়ি গুলো লক্ষ্মীপুর শহরের রহমতখালী নদীতে অভমুক্ত করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল ঘোষ জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদেও ভিত্তিতে সদর উপজেলা শাকচর ইউনিয়নের কাদিরা গোজা এলাকায় অভিযান চালিয়ে ১টি পিকআপ ভর্তি গলদা চিংড়িসহ ৪ জেলেকে আটক করা হয়। মাছগুলোর বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পরে মাছ গুলো আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর শহরের রহমতখালী নদীতে অভমুক্ত করা হয়। এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ জেলের ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করে।