resize43646

দৈনিকবার্তা-ঢাকা, ৪ মে: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে দেয়া মৃত্যুদন্ডাদেশের রায়ের বিরুদ্ধে আনা আপিল শুনানি অব্যাহত রয়েছে।বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে মুজাহিদের আপিল শুনানি সোমবার দ্বিতীয় দিনের মতো অনুষ্টিত হয়। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ২৯ মে এ আপিল শুনানি শুরু হয়।

মুজাহিদের পক্ষে শুনানি করছেন আইনজীবী এস এম শাহজাহান। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত রয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদন্ডাদেশের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ২০১৩ সালের ১১ আগস্ট সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন মুজাহিদ। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশের রায় দেয় ট্রাইব্যুনাল-২।

আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, আপিলে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে খালাসের আরজি পেশ করা হয়েছে। ৯৫ পৃষ্ঠার মূল আপিলে খালাসের পক্ষে ১১৫টি যুক্তি তুলে ধরা হয়েছে। ৯৫ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে তিন হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়েছে।মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি ট্রাইব্যুনালে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মুজাহিদের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। তবে আপিলে আসামীপক্ষের শুনানির সময় রায় বহাল রাখার পক্ষে আর্জি পেশ করে যুক্তি উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ।